Mamata Health Update: কালীঘাটের বাড়িতে ২ ঘণ্টা চলল 'প্রাইস থেরাপি'! কবে ফিট হবেন মমতা? মুখ্যমন্ত্রীর চিকিৎসার আপডেট দিল এসএসকেএম

Last Updated:

Mamata Health Update: বুধবারের পর বৃহস্পতিবার ফের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা কালীঘাটে এলেন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করতে। এদিন প্রায় দু'ঘণ্টা ধরে চলে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
File Photo
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় File Photo
কলকাতা : বুধবারের পর বৃহস্পতিবার ফের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা কালীঘাটে এলেন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করতে। এদিন প্রায় দু’ঘণ্টা ধরে চলে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি। আগের থেকে কিছুটা ভাল থাকলেও, ব্যথা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে বলেই জানিয়েছেন এসএসকেএম হাসপাতালে অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কপ্টার থেকে নামতে গিয়ে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে PRICE থেরাপি। চলবে আরও তিন দিন। তাহলে পঞ্চায়েত ভোটের আগে কবে পুরোপুরি সুস্থ হবেন তৃণমূল সুপ্রিমো তারও ইঙ্গিত দিয়েছেন দায়িত্বে থাকা চিকিৎসকেরা।
advertisement
advertisement
মঙ্গলবার পঞ্চায়েত প্রচারের সফর সেরে হেলিকপ্টারে বাগডোগরা ফেরার পথে দৃশ্যমানতার অভাবে সেবকে জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারের। আর সেই হেলিকপ্টার থেকে নামতে গিয়েই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আসার পর সরাসরি মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে যান।
advertisement
এই হাসপাতালেই এমআরআই পরীক্ষা করানো হয়। রিপোর্টে মুখ্যমন্ত্রীর বাম পায়ের হাঁটুতে লিগামেন্টে চোট দেখা যায়। পাশাপাশি বাম হিপ জয়েন্টের লিগামেন্টেও চোট পেয়েছেন মমতা এমনটাই জানা যায় রিপোর্টে। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পরামর্শ দিলেও, তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নেওয়ার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষকে।
advertisement
এরপর মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে ফিজিওথেরাপির পরামর্শ দেন। সেইমত বুধবার দিন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে ফিজিওথেরাপি করেন এসএসকেএম এর একদল চিকিৎসক। এরপর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক রাজেশ প্রামাণিক-সহ ফিজিওথেরাপির একটি টিম পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাড়িতে।
advertisement
এদিনও প্রায় দু’ঘণ্টা ধরে চলে ফিজিওথেরাপি। মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি করার পর এসএসকেএম হাসপাতালে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, “আগের তুলনায় খানিকটা ভাল আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাম পায়ে ব্যথা এখনও পর্যন্ত রয়েছে। ওষুধ এবং ফিজিওথেরাপি আপাতত চলবে। শুক্রবার ফের ফিজিওথেরাপি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।” প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এদিন ট্যুইট করে মঙ্গলবারের ঘটনার বিশ্লেষণ করেন। পাশাপাশি তিনি আগের তুলনায় কিছুটা ভাল আছেন সে বার্তাও দেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Health Update: কালীঘাটের বাড়িতে ২ ঘণ্টা চলল 'প্রাইস থেরাপি'! কবে ফিট হবেন মমতা? মুখ্যমন্ত্রীর চিকিৎসার আপডেট দিল এসএসকেএম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement