Mamata Banerjee: করোনা-কালে এই প্রথম, নেতাজি ইন্ডোর থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!

Last Updated:

Mamata Banerjee: একাধিক জেলার কাজ নিয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ জানালেন, তেমনই বিভিন্ন দফতরের প্রশংসাও করলেন।

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
#কলকাতা: ভার্চুয়াল নয়, সশরীরে এবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেকটি দপ্তরের পাশাপাশি প্রত্যেকটি জেলার পর্যালোচনা বৈঠক সশরীরে করলেন মুখ্যমন্ত্রী। আজ, ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেকটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রত্যেকটি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একাধিক জেলার কাজ নিয়ে যেমন তিনি ক্ষোভ জানালেন, তেমনই বিভিন্ন দফতরের প্রশংসাও করলেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''যার যা দপ্তরের দায়িত্ব, তাঁদের নিয়মিত নজরদারি করতে হবে। আমার দপ্তরের কাজ ঠিকভাবে হচ্ছে নাকি, সেটা দেখতে হবে আমাকেই। শুধু টাকা ছেড়ে দিলাম, সেটা হবে না। একটা সরকার ভালো ভাবে তখনই চলে, যখন তার কাজ ভালো ভাবে হয়। সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। নিজের কাজ অন্যের ঘাড়ে চাপাবেন না।''
advertisement
advertisement
এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ''আমি ডিএম, এসপি-দের বলব, সিএমও গ্রিভান্সটা ভালো ভাবে দেখতে। কোভিডের সময় আমাদের কোনও আয় হয়নি। ৭৫ শতাংশ মানুষকে আমরা ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছি। ৭২ শতাংশ মানুষকে আমরা দ্বিতীয় ডোজ দিয়েছি। দুয়ারে সরকারে এখনও ৬০ -৬৫ হাজার গ্যাপ রয়েছে। দুয়ারে সরকারে আরও ৬টি প্রকল্প যুক্ত হচ্ছে। দুয়ারে সরকারে মোট ২৪ টি প্রকল্পের আবেদন নেওয়া হবে।''
advertisement
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন, ''লক্ষ্মীর ভাণ্ডারে ১ কোটি ৭৫ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছে।'' তবে, এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ''স্টুডেন্ট ক্রেডিট কার্ড ১৪ হাজারের আবেদন মঞ্জুর হয়েছে। সব থেকে বড় বাধা ব্যাংক গুলো। ব্যাংকগুলো সহযোগিতা করছে না। অন্য ব্যাংক গুলো দিচ্ছে না। যেন মনে হচ্ছে ব্যাংক গুলো দয়া করছে। পলিটিক্যালি নাকি ওদের কেউ বারণ করে দিচ্ছে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: করোনা-কালে এই প্রথম, নেতাজি ইন্ডোর থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement