Anubrata Mondal: অনুব্রতকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট, তদন্তে সহযোগিতার নির্দেশ

Last Updated:

Anubrata Mondal: বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সেখানেই অনুব্রতর পক্ষ থেকে সিবিআই-এর কাছে ৮ সপ্তাহ সময় চাওয়া হয়।

অনুব্রত মণ্ডল ফাইল ছবি
অনুব্রত মণ্ডল ফাইল ছবি
#কলকাতা: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শর্তসাপেক্ষে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, তদন্ত চালিয়ে যেতে হবে সিবিআইকে। তবে এখনই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না তদন্তকারী সংস্থা। আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারবে না এখনই। তবে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। দুর্গাপুরে গিয়ে সাক্ষী হিসেবে হাজিরা দিতে হবে তাঁকে। পরবর্তী শুনানি পাঁচ সপ্তাহ পরে।
বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সেখানেই অনুব্রতর পক্ষ থেকে সিবিআই-এর কাছে ৮ সপ্তাহ সময় চাওয়া হয়। জানানো হয়, হাইপারটেনশন ছাড়াও একাধিক রোগ রয়েছ অনুব্রতর। এছড়াও সিওপিডির সমস্যা রয়েছে। করোনা আবহে সেই কারণেই সমস্যা রয়েছে বলে জানান অনুব্রতর (Anubrata Mondal) আইনজীবী।
advertisement
advertisement
পাল্টা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন, এ ভাবে রক্ষা কবচ চাওয়া আগাম জামিনের সমান। স্বাস্থ্যের বিষয়টি এখানে কোনও বিষয় নয়। অনুব্রত কেনই বা গ্রেফতারের আশঙ্কা করছেন? আর যদি গ্রেফতারের আশঙ্কাই করেন, তা হলে আগাম জামিন কেন চাইছেন না? সেই সময় বিচারপতি সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন, আপনি কি মনে করছেন, হেফাজতের দরকার আছে? অতিরিক্ত সলিসিটার জেনারেল বলেন, সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। জিজ্ঞাসাবাদ করলেই সবটা বোঝা যাবে।
advertisement
পাশাপাশি, অতিরিক্ত সলিসিটার জেনারেল এটাও বলেন, যে অনুব্রত একবার জানিয়েছেন তাঁর উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা আছে, এক বার বলেছেন ক্রনিক অ্যাস্থমা আছে, এ দিকে উনি ৩১ তারিখও ট্রাভেল করেছেন, যাতায়াত করেছেন, এর কী মানে? পাল্টা অনুব্রতর আইনজীবী বলেন, আমি বোলপুরে থাকি, আমাকে ডেকেছে দুর্গাপুরে। বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কী আবেদন করছেন অনুব্রত? অনুব্রতর আইনজীবী বলেন, তাঁদের জায়গা মতো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হোক আর রক্ষা কবচ দেওয়া হোক। এ ছড়া কোথায় জিজ্ঞাসাবাদ হবে, বোলপুর না দুর্গাপুর, তাই নিয়েও চলে শুনানি। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয় হাই কোর্ট।
advertisement
Arnab Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: অনুব্রতকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট, তদন্তে সহযোগিতার নির্দেশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement