Mamata Banerjee: 'রামলালা'র মূর্তিতে যখন প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী, তখন কলকাতায় 'বড়' পরিকল্পনা মুখ্যমন্ত্রীর!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন কলকাতায় কী করবেন মুখ্যমন্ত্রী জানেন?
কলকাতা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ ইতিমধ্যেই অযোধ্যায় ভিড় জমাতে শুরু করেছেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি মিছিল’ কর্মসূচির ডাক দিয়েছেন। ২২ তারিখ কালীঘাটে পুজো দিয়ে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যাত্রাপথে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার-সহ ধর্মীয় স্থান পরিদর্শন করবেন তৃণমূল নেত্রী। পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিল যাবে।
আরও পড়ুন: ২২ জানুয়ারি জাতীয় ছুটি? রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা
তারপর সেখান থেকে পার্ক সার্কাস ময়দান। কালীঘাট মন্দিরে বিকেল ৩’টেয় আরতি। হাজরা পার্ক থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি হেঁটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গরচায় গুরুদ্বোয়ারা যাবেন। তারপর ফের হাঁটা শুরু। এবার যাবেন একটা চার্চে। সেখান থেকে যাবেন পার্ক সার্কাসের একটা মসজিদে। ৫’ নাগাদ পার্ক সার্কাস ময়দানে সভায় যোগ দেবেন মমতা।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণ উল্লেখ করতে হবে চিকিৎসকদের, বিরাট নির্দেশ কেন্দ্রের
গতকালই রাম মন্দির উদ্বোধনকে ‘ভোটের আগে গিমিক’ বলে আগে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা ওই দিনেই পাল্টা কর্মসূচির ডাক দেন। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব।’ সেই কর্মসূচিকে মমতা ‘সংহতি মিছিল’ বলেও উল্লেখ করেন।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 7:51 PM IST