Mamata ।। Shubhendu: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
- Published by:Satabdi Adhikary
- Written by:ARUP DUTTA
Last Updated:
প্রথা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী একত্রিত হয়ে বৈঠক করে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করেন। সেই বৈঠকই হতে চলেছে আগামী বুধবার।
কলকাতা: আগামী বুধবার ফের বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওই বৈঠক হওয়ার কথা। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত ওই বৈঠকে থাকবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ও।
প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে খালি পড়ে রয়েছে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ। এই বছরে ওই পদের জন্য ১৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে চারজনের আবেদন তাঁদের বয়সের কারণে বাতিল করা হয়।
আরও পড়ুন: বিধানসভায় দাঁড়িয়ে 'ক্ষমা' চাইতে হল মুখ্যমন্ত্রীকে, কেন? কী এমন হল?
বাকি ১১ জনের মধ্যে বেছে নেওয়া হবে একজনকে। খাদ্য ভবনে থাকা মুখ্য তথ্য কমিশনারের কার্যালয়ে বসবেন এই নতুন দায়িত্বপ্রাপ্ত কমিশনার।
advertisement
advertisement
প্রথা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী একত্রিত হয়ে বৈঠক করে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করেন। সেই বৈঠকই হতে চলেছে আগামী বুধবার।
আরও পড়ুন: মাত্র কয়েক সেকেন্ডের খেল! মহিলার দুরন্ত হাতসাফাই দেখে চোখ কপালে উঠবে আপনার
গত ২৫ নভেম্বর এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর ঘরে মমতার সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। সেখানে কিছুক্ষণ কথাও হয় তাঁদের মধ্যে। সেই সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপির অন্য তিন বিধায়ক— অশোক লাহিড়ি, অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। তারপর আর তাঁরা এভাবে মুখোমুখি হননি। সব ঠিক থাকলে আবারও আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি বৈঠক করবেন মমতা-শুভেন্দু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 5:47 PM IST