Mamata Banerjee: ট্রেনে বসে দলের সমালোচনা, খবর পৌঁছল মমতার কানে! তৃণমূলের বৈঠকে মহা ফাঁপড়ে দুই বিধায়ক

Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: ট্রেনের কামরার ভিতরে বসে খোশগল্পে মজেছিলেন দুই বিধায়ক। দলের সমালোচনাও করেছিলেন দু' জনে। দলের শীর্ষ স্তরের নেতাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছিলেন দুই নেতা৷
কিন্তু দুই বিধায়কের কেউ সম্ভবত কল্পনা করতে পারেননি, তাঁদের এই নিভৃতে আলোচনা শেষ পর্যন্ত দলনেত্রীর কানে গিয়ে উঠবে! বাস্তবে হলও তাই৷ সূত্রের খবর এ দিন কালীঘাটের বৈঠকে এ নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয় দলের দুই বিধায়ক ইদ্রিশ আলি এবং আখরুজ্জামানকে৷
advertisement
advertisement
তৃণমূল সূত্রে খবর, সাগরদিঘি উপনির্বাচনের আগের দিন ট্রেনে করে মুর্শিদাবাদ যাওয়ার সময় নিজেদের মধ্যে কিছু আলোচনা করেছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ এবং ওই জেলারই রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান৷ অভিযোগ, দুই নেতাই দলের সমালোচনা করেন৷ সেই সমালোচনায় দলের শীর্ষ নেতাদের একাংশকেও নিশানা করেন দুই বিধায়ক৷
advertisement
এ দিন কালীঘাটে দলের বৈঠকে হাজির ছিলেন ইদ্রিশ আলি এবং আখরুজ্জামান৷ দু' জনকেই কার্যত চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দল সম্পর্কে তোমরা কেন এ রকম কথা বলবে? ট্রেনে বসে তোমরা কী আলোচনা করেছো, সব আমার কানে এসেছে৷'
তবে শুধু দলের সমালোচনা নয়, সংবাদমাধ্যমে আলটপকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলার জন্যও এ দিন ইদ্রিশ আলিকে সতর্ক করেছেন তৃণমূলনেত্রী৷ একা ইদ্রিশ নন, একই কারণে কামারহাটির বিধায়ক মদন মিত্রেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ তবে বার বারই দলের নেতাদের তৃণমূলনেত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁর নজর সবসময় সবার উপরে রয়েছে৷ ফলে কোন নেতা কোথায় কী করছেন, সেই খবর তাঁর কাছে পৌঁছে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ট্রেনে বসে দলের সমালোচনা, খবর পৌঁছল মমতার কানে! তৃণমূলের বৈঠকে মহা ফাঁপড়ে দুই বিধায়ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement