Mamata Banerjee | Bratya Basu: শিক্ষা দুর্নীতিতে বিপর্যস্ত দল, ব্রাত্যতেই আস্থা মমতার! দিলেন গুরুদায়িত্ব
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Bratya Basu: শুক্রবার কালীঘাটে পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: একের পর এক দুর্নীতি। শিক্ষা দফতর ভিন্ন ধাপে ধাপে দুর্নীতির অভিযোগে বিদ্ধ। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, হেফাজতে রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ স্থগিত। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষ দফতরকে কলঙ্কমুক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
শুক্রবার কালীঘাটে পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে তৃণমূলের শিক্ষা সেল এবার পুরোটাই বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। অধ্যাপকদের সংগঠন ওয়েপকুপা, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সব সংগঠনের বিষয়টি দেখবেন ব্রাত্য বসু। সবাইকে নিয়েই সংগঠনে চলতে হবে। ব্রাত্য বসুকে উল্লেখ করে বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসুকে শিক্ষা সেলকে আরও চাঙ্গা করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই
এদিন বৈঠকে আমন্ত্রিত ছিলেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং যুব, মহিলা, শ্রমিক ও সংখ্যালঘু শাখার জেলা সভাপতিরা। মমতা ছাড়াও এ দিনের বৈঠকে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দীর্ঘ দিন পরে জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দলনেত্রী। শুক্রবার দুপুরে মমতার কালীঘাটের বাড়িতে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে এই বৈঠক হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
এদিনের বৈঠকে মমতা আরও বলেছেন, তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন। এই লোকসভার লড়াইয়ে আঞ্চলিক দলগুলোর ওপর বিশেষ আস্থা রাখছে তৃণমূল। উঠে আসে কংগ্রেসের প্রসঙ্গ। এ প্রসঙ্গে মমতা বলেন, 'বিজেপিকে হঠাতে সবাইকে স্বাগত। কিন্তু দিল্লিতে বিজেপির সঙ্গে লড়বে আর এখানে বিজেপি বিরোধী শক্তির ক্ষতি করবে তা হয় না।'
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 6:16 PM IST