Mamata Banerjee Threatens Suvendu Adhikari: '২০১৬-তে কারা মন্ত্রী ছিলেন, আমরা দেখব!' চাকরি বাতিলের নির্দেশে পাল্টা শুভেন্দুকেই হুঁশিয়ারি মমতার?

Last Updated:

যদিও এ ভাবে ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিলের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা৷

নাম না করে শুভেন্দুকেই নিশানা মমতার?
নাম না করে শুভেন্দুকেই নিশানা মমতার?
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের পর নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ২০১৬ সালে বিতর্কিত এই শিক্ষকদের নিয়োগের সময় কারা কারা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হবে৷ একটি জেলায় কীভাবে কীসের বিনিময়ে চাকরি হয়েছে, তা তিনি জানেন বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও বেনিয়ম সংক্রান্ত কোনও তথ্য কারও থাকলে রাজ্য সরকারের কাছে তা জমা দেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারও নাম না করলেও মুখ্যমন্ত্রী আসলে রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর জেলা পূর্ব মেদিনীপুরকেই নিশানা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরাও কিন্তু খুঁজে বের করব ২০১৬- তে কারা মন্ত্রী ছিলেন৷ একটা জেলা তো আমি জানি, সেখানে কীভাবে চাকরি হয়েছে। কারও কাছে যদি এই সংক্রান্ত কোনও তথ্য থাকে প্লিজ আমাকে দেবেন।’
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছু়ড়েছেন বিরোধী দলনেতাও৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘এর আগেও বহুবার এ সব হুঁশিয়ারি দিয়েছেন৷ মুর্শিদাবাদ কে দেখত, মালদহ কে দেখত, আরে কাগজ বের করুন না, ছেঁড়া কাগজই দেখান৷ আজ পর্যন্ত তো দেখাতে পারলেন না৷’
advertisement
advertisement
তবে শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, তার পাশাপাশি সিপিএমের রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকাশরঞ্জন ভট্টাচার্য বিশ্বের সবথেকে বড় আইনজীবী৷ জানি না, উনি এখনও কেন নোবেলটা পেলেন না৷ ভাবছি নোবেল পুরস্কারের জন্য ওনার নামটা সুপারিশ করব৷’
advertisement
তবে বিরোধীদের নিশানা করলেও এ দিন বার বারই চাকরি হারানো স্কুল শিক্ষকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, শুনেছি এই রায় শুনে অনেকেই ভেঙে পড়েছেন৷ কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে৷
যদিও এ ভাবে ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিলের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন,’ এই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এবং পুরো উচ্চশিক্ষা দফতরই জেলে গিয়েছে৷ এই পরিস্থিতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্ট বার বারই রাজ্য সরকারের আইনজীবীদের বলেছিল যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের পৃথকীকরণ করে দেওয়া হোক৷ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গা থেকেই এই সুযোগ রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং তাঁর মন্ত্রিসভা জেলে গেলেই এই সমস্যার সমাধান হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Threatens Suvendu Adhikari: '২০১৬-তে কারা মন্ত্রী ছিলেন, আমরা দেখব!' চাকরি বাতিলের নির্দেশে পাল্টা শুভেন্দুকেই হুঁশিয়ারি মমতার?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement