Mamata Banerjee Threatens Suvendu Adhikari: '২০১৬-তে কারা মন্ত্রী ছিলেন, আমরা দেখব!' চাকরি বাতিলের নির্দেশে পাল্টা শুভেন্দুকেই হুঁশিয়ারি মমতার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যদিও এ ভাবে ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিলের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা৷
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের পর নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ২০১৬ সালে বিতর্কিত এই শিক্ষকদের নিয়োগের সময় কারা কারা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হবে৷ একটি জেলায় কীভাবে কীসের বিনিময়ে চাকরি হয়েছে, তা তিনি জানেন বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও বেনিয়ম সংক্রান্ত কোনও তথ্য কারও থাকলে রাজ্য সরকারের কাছে তা জমা দেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারও নাম না করলেও মুখ্যমন্ত্রী আসলে রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর জেলা পূর্ব মেদিনীপুরকেই নিশানা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরাও কিন্তু খুঁজে বের করব ২০১৬- তে কারা মন্ত্রী ছিলেন৷ একটা জেলা তো আমি জানি, সেখানে কীভাবে চাকরি হয়েছে। কারও কাছে যদি এই সংক্রান্ত কোনও তথ্য থাকে প্লিজ আমাকে দেবেন।’
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছু়ড়েছেন বিরোধী দলনেতাও৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘এর আগেও বহুবার এ সব হুঁশিয়ারি দিয়েছেন৷ মুর্শিদাবাদ কে দেখত, মালদহ কে দেখত, আরে কাগজ বের করুন না, ছেঁড়া কাগজই দেখান৷ আজ পর্যন্ত তো দেখাতে পারলেন না৷’
advertisement
advertisement
তবে শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, তার পাশাপাশি সিপিএমের রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকাশরঞ্জন ভট্টাচার্য বিশ্বের সবথেকে বড় আইনজীবী৷ জানি না, উনি এখনও কেন নোবেলটা পেলেন না৷ ভাবছি নোবেল পুরস্কারের জন্য ওনার নামটা সুপারিশ করব৷’
advertisement
তবে বিরোধীদের নিশানা করলেও এ দিন বার বারই চাকরি হারানো স্কুল শিক্ষকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, শুনেছি এই রায় শুনে অনেকেই ভেঙে পড়েছেন৷ কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে৷
যদিও এ ভাবে ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিলের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন,’ এই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এবং পুরো উচ্চশিক্ষা দফতরই জেলে গিয়েছে৷ এই পরিস্থিতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্ট বার বারই রাজ্য সরকারের আইনজীবীদের বলেছিল যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের পৃথকীকরণ করে দেওয়া হোক৷ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গা থেকেই এই সুযোগ রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং তাঁর মন্ত্রিসভা জেলে গেলেই এই সমস্যার সমাধান হবে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 4:06 PM IST