Mamata Banerjee: পুরভোটে জয়ী নির্দল কাউন্সিলররা কি তৃণমূলে? গুঞ্জনে জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: জয়ের শংসাপত্র হাতে নিয়েই তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিন নির্দল কাউন্সিলর (KMC Election 2021)। কিন্তু এখনই যে তৃণমূলে তাঁদের ঠাঁই হবে না সে কথা স্পষ্ট করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: গণনা কেন্দ্রে জয়ের শংসাপত্র হাতে নিয়েই তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিন নির্দল কাউন্সিলর (KMC Election Results 2021)। কিন্তু এখনই যে তৃণমূলে তাঁদের ঠাঁই হবে না সে কথা স্পষ্ট করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন পুরো বোর্ড গঠনের পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানালেন এখনও অপেক্ষা করতে হবে জয়ী নির্দল কাউন্সিলরদের।
তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, তৃণমূলের প্রতীকে লড়াই করা প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তাঁদের ভোটের লড়াইকে মোটেই ভাল চোখে দেখেনি দল। আর তাই ওই কাউন্সিলররা (KMC Election Results 2021) চাইলেও তৃণমূল তাঁদের জন্য দলের দরজা খুলতে নারাজ এখনই। সূত্রের সেই খবরেই সিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আমি চাই না যারা নির্দল হিসাবে জিতেছে তারা এখনই দলে চলে আসুক। তাদের অপেক্ষা করতে হবে।"
advertisement
advertisement
নবনির্বাচিত পুরবোর্ডের কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "যারা পরাজিত হয়েছেন তাদের অন্য কাজে ব্যবহার করা হবে। চল্লিশ জন নতুন জিতেছেন। সবাইকে ভালোভাবে কাজ শিখতে হবে।"
প্রসঙ্গত, তৃণমূল সূত্রে খবর, নির্দল কাউন্সিলরদের দলে এখনই আমন্ত্রণ না জানানোর কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার কথা উল্লেখ করা হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূলের টিকিট না পেয়ে বর্ষীয়ান নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়-সহ বেশ কিছু তৃণমূল নেতা নির্দল প্রার্থী (KMC Election Results 2021) হিসেবে কলকাতার পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সচিদানন্দ এবং তনিমা পরাজিত হলেও, জয় পান তিন জন।
advertisement
নির্দল প্রার্থী হিসেবে ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর জয়ী হন। এঁরা দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হন। ভোটে জয় পেয়েই তাঁরা দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কিন্তু, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এখনই তাঁদের দলে নেওয়া যাবে না। তাই জয়ী ওই নির্দল কাউন্সিলরদের মহারাষ্ট্র নিবাসে দলের এদিনের বৈঠকে ডাকা হয়নি।
advertisement
এদিকে নবনির্বাচিত পুরবোর্ড-কে ইতিমধ্যেই কাজের তালিকা স্পষ্ট করে দেন মমতা (Mamata Banerjee)। কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি এদিন বলেন, "আজ থেকেই এলাকা পরিষ্কার করতে শুরু করবেন। সমস্ত ব্যানার হোর্ডিং আজ থেকেই খুলে ফেলবেন। এলাকা পরিষ্কার করতে হবে। রাস্তা থেকে যখন যাবেন তখন তাকিয়ে তাকিয়ে যাবেন। কোন লাইটটা নেই, কোথায় জল নেই এটা দেখাই আপনার কাজ। পিচের ওপর পিচ ফেলা যাবে না। পরিষেবা পাওয়ার জন্য মানুষকে যেন ঘুরতে না হয়। মানুষকে সমস্যায় ফেলা আপনাদের কাজ নয়। মনে রাখবেন জনগনের এক পয়সার হিসাব কিন্তু আমাদের রাখতে হয়। আমরা কোনও কর নিই না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2021 5:44 PM IST