Kolkata Municipal Election 2021: ফের নারীশক্তিতে জোর মমতার, ১৬ বোরো চেয়ারম্যানের মধ্যে ১০ জনই মহিলা...

Last Updated:

Kolkata Municipal Election 2021: মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন বোরো চেয়ারম্যানদের নাম।

বোরো চেয়ারম্যানের তালিকায় মহিলাদের জোর
বোরো চেয়ারম্যানের তালিকায় মহিলাদের জোর
#কলকাতা: বিধানসভা ভোটের বিধায়ক নির্বাচন থেকে কলকাতার বোরো চেয়ারম্যান নির্বাচন, বাংলার নারীশক্তিতে বরাবরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা পুরসভার বোর্ড গঠনেই তারই নজির রাখলেন তিনি। কলকাতার ১৬ টি বোরোর মধ্যে ১০টি বোরোতেই চেয়ারম্যান নির্বাচিত হলেন মহিলা।
নব নিযুক্ত বোর্ডের বোরো চেয়ারম্যান হলেন, সাধনা বোস, অনিন্দ্যকিশোর রাউত, শুক্লা ভোঁড়, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, রত্না শূর, সংহিতা দাস, রঞ্জিত শীল, সুদীপ পোল্লে।
advertisement
advertisement
১ নম্বর বরো কমিটির দায়িত্বে তরুণ সাহা, ২  নম্বর বরো সামলাবেন শুক্লা ভোঁড়, ৩  নম্বর বরো অনিন্দ্যকিশোর রাউত, ৪ বরোয় সাধনা বোস, ৫ বরো রেহানা খাতুন, ৬ বরো সানা আহমেদ, ৭ বরো সুস্মিতা ভট্টাচার্য, ৮ বরো চৈতালী চট্টোপাধ্যায়, ৯ বরো দেবলীনা, ১০ বরো জুঁই বিশ্বাস, ১১ বরো তারকেশ্বর চক্রবর্তী, ১২ বরো সুশান্ত ঘোষ, ১৩ রত্না শূর, ১৪ বরো সংহিতা দাস, ১৫ বরো রঞ্জিত শীল, ১৬ বরো সুদীপ পোলে।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ১৬টা বরোর মধ্যে ১০টি বরো কমিটির চেয়ারম্যানই মহিলা। এটা মহিলাদের এমপাওয়ারমেন্টের একটা প্রকাশ। খুব ভাল করে কাজ করুন। খুব ভাল থাকুন। এবার আনুষ্ঠানিকভাবে শপথের যে বিষয়গুলি আছে, সেগুলি সেরে ফেলতে হবে।”
তৃণমূল সুপ্রিমো এদিন আরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে।”
advertisement
এদিন মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচ বছরের জন্য কলকাতার মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম। পুরসভার চেয়ারম্যান হলেন মালা রায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নতুন চেয়ারম্যানের নাম প্রস্তাব করেন। কলকাতা পুরসভার চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন সুব্রত বক্সী।  দুই প্রস্তাবেই উঠে আসে সমর্থনের হাত।
advertisement
ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। ১৩ জন মেয়র পরিষদের সদস্য হলেন। নাম রয়েছে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, স্বপন সমাদ্দারের। বোরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipal Election 2021: ফের নারীশক্তিতে জোর মমতার, ১৬ বোরো চেয়ারম্যানের মধ্যে ১০ জনই মহিলা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement