Mamata Banerjee: তিহাড়ে বন্দি অনুব্রততেই আস্থা মমতার, বীরভূমের জেলা সভাপতি পদে বহাল সেই কেষ্টই
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার সংগঠন নিয়ে বিশেষ বৈঠক ছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
কলকাতা: বীরভূমের জেলা সভাপতি পদে কোনও বদল আনল না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার সংগঠন নিয়ে বিশেষ বৈঠক ছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সেই বৈঠকেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখল দল।
সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায় প্রস্তাব দেন, প্রতি সপ্তাহে বীরভুমের কোর কমিটির বৈঠক হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সমর্থন করে বলেন, 'যা মিটিং ডাকার বিকাশ রায়চৌধুরী ডাকবে।' কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে ৯ জন রাখা হয়েছে। নতুন মুখ হিসাবে এলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। পাশাপাশি বৈঠকে এদিন অঞ্চল সভাপতিরা প্রত্যেকে তাঁদের এলাকার কথা বলেন।
advertisement
advertisement
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "ফিরহাদ হাকিম, মলয় ঘটক, নরেন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে পাঁচ জনের কমিটি আছে, তাঁরা থাকছেন। কিছু আদিবাসী মুখকে আনা হবে। তা নিয়ে আলোচনা হয়েছে। ২৯ ও ৩০ তারিখ সব ব্লকে ধরনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ ও ৩০ তারিখ নিজে ধরনায় বসবেন।"
advertisement
তিনি আরও বলেন, "বিজেপি কোথায় ধরনায় বসছে, তাতে রাজ্য সরকার বা তৃণমূলের কিছু যায় আসে না। ওদের কথার কোনও ঠিক নেই। ওদের নীতির ঠিক নেই। বাংলার মানুষ ওদের চিনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে তিন দল একসঙ্গে নামল। তাও পারছে না। রাহুল গান্ধি ইস্যুতে বাড়তি সুবিধা পেল কিনা সেটা সময় বলবে। তবে আজ এটা প্রতিবাদ করা উচিত, আমরা করেছি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2023 5:33 PM IST










