#কলকাতা: এনআরসি নিয়ে অপপ্রচার চলছে ৷ মিথ্যে বোঝাছেন মমতা ৷ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভায় দাঁড়িয়ে এভাবেই তৃণমূল নেত্রীর উদ্দেশ্য তোপ অমিত শাহের ৷ বললেন, অনুপ্রবেশকারী নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তিনি নিজেই নিজের পুরনো মন্তব্য ভুলে গিয়েছেন ৷বিরোধী থাকার সময় অনুপ্রবেশকারী নিয়ে গলা ফাটিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷
অসম থেকে বাংলা NRC ইস্যু নিয়ে বরাবরই সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের নাগরিকপঞ্জির চুড়ান্ত তালিকা প্রকাশের পর গোর্খা ও অসমের বিভিন্ন ভূমিপুত্রদের নাম বাদ পড়া নিয়ে তীব্র প্রতিবাদে সোচ্চার হন তিনি ৷ একইসঙ্গে অসমের পর বাংলায় নাগরিকপঞ্জি চালু করার ভাবনারও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল নেত্রীর সেই পদক্ষেপকেই এদিন নিশানা করেন অমিত শাহ ৷ নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এনআরসি নিয়ে অপপ্রচার চলছে ৷ NRC নিয়ে মিথ্যাচার চালাচ্ছে মমতা ৷ এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ হিন্দু শরণার্থীদের দেশ ছাড়তে হবে না ৷ শিখ,খ্রিস্টান, বৌদ্ধ, জৈন শরণার্থীদেরও দেশ ছাড়তে হবে না৷ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ বিল এনে নাগরিকত্ব দেওয়া হবে ৷’
এখানেই শেষ নয়, অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে বিজেপির নীতি স্পষ্ট ৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে ৷ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক ৷ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াব ৷ নাগরিকত্ব সংশোধনী বিল আসবেই ৷’ পুজো উদ্বোধনে কলকাতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুধুই NRC ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Amit Shah At Kolkata, Assam NRC, Bengal NRC, CM Mamata Banerjee, Mamata Banerjee, NRC, TMC