Mamata Banerjee: ‘হেরে নাটকবাজি BJP-র', 'আজ যা হল... গণতন্ত্রের পক্ষে লজ্জা’, বিধানসভায় ফেটে পড়লেন মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: সোমবার বাজেট অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভের জেরে বিধানসভায় তুলকালাম বেধে যায়। সম্পূর্ণ ভাষণ পড়তেই পারলেন না রাজ্যপাল। যা ঘটল তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: সোমবার বাজেট অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভের জেরে বিধানসভায় তুলকালাম বেধে যায়। সম্পূর্ণ ভাষণ পড়তেই পারলেন না রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। যা ঘটল তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বলেন, "রাজ্যপালের ভাষণ আগে কখনও এমন হয়নি। আমরা বারবার শান্ত হতে বলেছি। ওরা শোনেনি। যা ঘটেছে তা নজিরবিহীন ও গণতন্ত্রের পক্ষে লজ্জা। ভাষণের শুধুমাত্র প্রথম ও শেষ লাইন পড়তে পেরেছেন রাজ্যপাল। এমন ঘটনা বেনজির।"
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই সোমবার ধুন্ধুমার বেধে যায় বিধানসভা চত্বরে। বিধানসভায় প্রকাশ্যেই চরমে ওঠে শাসক-বিরোধী সংঘাতের বাতাবরণ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয় বিজেপি (Bengal BJP)। আর বিধানসভার অধিবেশন শুরুর আগেই এই বয়কট ও বিক্ষোভে চূড়ান্ত অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এদিনই রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হওয়ার কথা ছিল রাজ্যের বাজেট অধিবেশন (Bengal Budget Session)। কিন্তু বিজেপির বিক্ষোভে পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে পরে। রাজ্যপাল বার বার অনুরোধ জানানো সত্বেও কোনওরকম সৌজন্য দেখায়নি প্রধান বিরোধী দল বিজেপি (BJP)।
advertisement
advertisement

মূলত পুরভোটে (West Bengal Municipal Election 2022) অশান্তির অভিযোগ তুলেই এদিন কার্যত বিক্ষোভে ফেটে পরে গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর প্রতিক্রিয়ায় এই প্রসঙ্গে বিজেপির (Bengal BJP) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিজেপি নাটক করার চেষ্টা করেছে। হেরে গিয়েই এমন নাটকবাজি করছে বিজেপি।"
advertisement
এদিন বিধানসভা (Assembly Budget session)চত্বরে কার্যত চরমে ওঠে শাসক ও বিরোধী দলের সংঘাত। "মানুষ খুনের সরকার আর নেই দরকার" এই মর্মে হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। চুপ থাকেনি শাসকদলও (TMC)। বিজেপির পাল্টা স্লোগান দিতে শুরু করে দেয় তৃণমূল শিবিরও। স্লোগান ও পাল্টা স্লোগানের জেরে ভাষণ শুরু করতে বিলম্ব হতে থাকে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar)। স্পিকার মাইক নিয়ে অনুরোধ জানান দু-পক্ষকে শান্ত হতে। রাজ্যপালও হাত জোড় করে বার বার অনুরোধ করেন যুযুধান দুই বিরোধী পক্ষকে শান্ত হওয়ার জন্য। বিজেপির বিক্ষোভকারীদের আসনে বসতে অনুরোধ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিজেও বিক্ষুব্ধদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানান।
advertisement
কিন্তু বিজেপি অনড়। এরইমধ্যে একটা সময় রাজ্যপালের সঙ্গে একান্তে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যপাল বেরিয়ে যেতে চান। এরপর বিজেপির বাধার মধ্যেই রাজ্যপালের ভাষণ কোনোক্রমে সম্পন্ন হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 4:19 PM IST