‘তুমি দলকে সময় দাও’, মহুয়া মৈত্রকে সভামঞ্চ থেকে কাজের এলাকা বেঁধে দিলেন মমতা

Last Updated:

২০১৬ থেকে ’১৯ করিমপুর বিধানসভার বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র৷ জয়ের ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার৷

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: বক্তৃতা চলতে চলতেই হঠাৎ ডানদিকে ঘুরে গেলেন মুখ্যমন্ত্রী৷ কথায় কথায় এল কৃষ্ণনগরের সাংসদ ও করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্রের কথা৷ মমতা বললেন, ‘‘মহুয়া তুমিও দলকে সময় দাও। তুমি তোমার লোকসভা দেখবে। করিমপুর তোমার প্লেস নয়। ওটা আবু তাহের দেখে নেবে।’’ উল্লেখ্য এই কথা বলার আগে তিনি ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা-সহ কয়েকজনকে বলেছেন, নিজেদের এলাকায় যাওয়ার৷ কথা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিধায়কদের নিয়েও৷ তার পরেই এল মহুয়া প্রসঙ্গ৷ আর সেখানেই মহুয়ার কাজের এলাকার গণ্ডি স্পষ্ট করে দিলেন তিনি৷ কিন্তু কেন!
২০১৬ থেকে ’১৯ করিমপুর বিধানসভার বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র৷ জয়ের ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার৷ সেখানেই প্রচারে মাঠে-ঘাটে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল মহুয়াকে৷ তবে ২০১৯-এর নির্বাচনে আরও বড় দায়িত্ব পড়ে তাঁর কাঁধে৷ তিনি কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূল প্রার্থী হন, যে আসনে সাংসদ ছিলেন তাপস পাল৷ ২০১৯-এর নির্বাচনেও ৬৩ হাজারের বেশি ভোটে লোকসভায় নির্বাচিত হন তিনি৷ তৃণমূলের সে বারে মোটে ভাল ফল হয়নি, তবু মহুয়ার জয় ছিল তাৎপর্যপূর্ণ৷
advertisement
advertisement
কিন্তু আপাতত যে আসনের সাংসদ মহুয়া, সেই কৃষ্ণনগরে তিনি এলেও করিমপুরের কথা বারংবার ফিরে ফিরে এসেছে তাঁর কথায়৷ কিন্তু বিধানসভা এলাকার হিসাব বলছে, কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে সেটি পড়ে না৷ কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে রয়েছে তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র৷ করিমপুর মুর্শিদাবাদে, আর কৃষ্ণনগর নদিয়ায়৷ করিমপুর পড়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের৷ সেখানে ২০১৯ সালের ২ লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন তৃণমূলের আবু তাহের খান৷ মমতা স্পষ্ট করে দিলেন, করিমপুর আবু তাহের খানের এলাকা, সেখানার সমস্যা আবুই মেটাবেন, নিজের এলাকা কৃষ্ণনগরের সমস্যা নিয়ে, নিজের এলাকায় থাকতে হবে মহুয়াকে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘তুমি দলকে সময় দাও’, মহুয়া মৈত্রকে সভামঞ্চ থেকে কাজের এলাকা বেঁধে দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement