‘তুমি দলকে সময় দাও’, মহুয়া মৈত্রকে সভামঞ্চ থেকে কাজের এলাকা বেঁধে দিলেন মমতা

Last Updated:

২০১৬ থেকে ’১৯ করিমপুর বিধানসভার বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র৷ জয়ের ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার৷

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: বক্তৃতা চলতে চলতেই হঠাৎ ডানদিকে ঘুরে গেলেন মুখ্যমন্ত্রী৷ কথায় কথায় এল কৃষ্ণনগরের সাংসদ ও করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্রের কথা৷ মমতা বললেন, ‘‘মহুয়া তুমিও দলকে সময় দাও। তুমি তোমার লোকসভা দেখবে। করিমপুর তোমার প্লেস নয়। ওটা আবু তাহের দেখে নেবে।’’ উল্লেখ্য এই কথা বলার আগে তিনি ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা-সহ কয়েকজনকে বলেছেন, নিজেদের এলাকায় যাওয়ার৷ কথা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিধায়কদের নিয়েও৷ তার পরেই এল মহুয়া প্রসঙ্গ৷ আর সেখানেই মহুয়ার কাজের এলাকার গণ্ডি স্পষ্ট করে দিলেন তিনি৷ কিন্তু কেন!
২০১৬ থেকে ’১৯ করিমপুর বিধানসভার বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র৷ জয়ের ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার৷ সেখানেই প্রচারে মাঠে-ঘাটে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল মহুয়াকে৷ তবে ২০১৯-এর নির্বাচনে আরও বড় দায়িত্ব পড়ে তাঁর কাঁধে৷ তিনি কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূল প্রার্থী হন, যে আসনে সাংসদ ছিলেন তাপস পাল৷ ২০১৯-এর নির্বাচনেও ৬৩ হাজারের বেশি ভোটে লোকসভায় নির্বাচিত হন তিনি৷ তৃণমূলের সে বারে মোটে ভাল ফল হয়নি, তবু মহুয়ার জয় ছিল তাৎপর্যপূর্ণ৷
advertisement
advertisement
কিন্তু আপাতত যে আসনের সাংসদ মহুয়া, সেই কৃষ্ণনগরে তিনি এলেও করিমপুরের কথা বারংবার ফিরে ফিরে এসেছে তাঁর কথায়৷ কিন্তু বিধানসভা এলাকার হিসাব বলছে, কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে সেটি পড়ে না৷ কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে রয়েছে তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র৷ করিমপুর মুর্শিদাবাদে, আর কৃষ্ণনগর নদিয়ায়৷ করিমপুর পড়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের৷ সেখানে ২০১৯ সালের ২ লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন তৃণমূলের আবু তাহের খান৷ মমতা স্পষ্ট করে দিলেন, করিমপুর আবু তাহের খানের এলাকা, সেখানার সমস্যা আবুই মেটাবেন, নিজের এলাকা কৃষ্ণনগরের সমস্যা নিয়ে, নিজের এলাকায় থাকতে হবে মহুয়াকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘তুমি দলকে সময় দাও’, মহুয়া মৈত্রকে সভামঞ্চ থেকে কাজের এলাকা বেঁধে দিলেন মমতা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement