Mamata Banerjee on Maharashtra Crisis: রাষ্ট্রপতি নির্বাচনের কারণেই মহারাষ্ট্রে নতুন ছক? উদ্ধবের পাশে দাঁড়িয়ে BJP-কে তুমুল আক্রমণ মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Maharashtra Crisis: মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ''রাষ্ট্রপতি নির্বাচন আছে। ১ লাখ ভোটে পিছিয়ে আছে ওরা। তাই তারা এই সময়কে বেছে নিলেন। সিবিআই কেসে সবাইকে অ্যারেস্ট করাচ্ছে। যদিও আমাদের পার্টের ২০০ জনকে নোটিশ দিয়েছে।
#মুম্বই: মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এখনও কাটেনি সরকারের জট। এরই মধ্যে নতুন দাবি করেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। তিনি দাবি করেছেন, প্রকৃত শিবসেনার নেতা তিনিই। শিবসেনার যে রাজনৈতিক আদর্শ থাকার কথা, তা অনুসারে বিজেপি-র সঙ্গেই শিবসেনার প্রকৃত জোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন, ''আমরা মহা বিকাশ আগাড়ি ছাড়তে প্রস্তুত। তার আগে বিক্ষুব্ধরা মুম্বই ফিরুন।'' এহেন পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ''বিজেপি গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিচ্ছে।''
এখানেই শেষ নয়, মমতার আক্রমণ, ''রাষ্ট্রপতি নির্বাচন আছে। ১ লাখ ভোটে পিছিয়ে আছে ওরা। তাই তারা এই সময়কে বেছে নিলেন। সিবিআই কেসে সবাইকে অ্যারেস্ট করাচ্ছে। যদিও আমাদের পার্টের ২০০ জনকে নোটিশ দিয়েছে। টাকার কোনো লিমিটেশন নেই। এটা কি কোনো দুর্নীতি নয়?''
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''অসমের বদলে এ রাজ্যে পাঠাতে পারতেন। আমি তাদের ভালো পরিষেবা দিতাম। আমি গণতন্ত্র নিয়ে সন্দেহের মধ্যে আছি। আমরা বিচার চাই। উদ্ধব ঠাকরের জন্য বিচার চাই। একটা রাজ্য সরকারের বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। অনৈতিক ভাবে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে।''
advertisement
এখনও পর্যন্ত যা খবর পাওযা গিয়েছে, তাতে একনাথ শিন্ডে দাবি করেছেন, তাঁর দিকে ৪০-এর বেশি বিধায়কের সমর্থন রয়েছে, পাশাপাশি ১৭ জন শিবসেনা সাংসদও তাঁর পক্ষে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। যদিও সমর্থনের যে পত্র প্রকাশিত হয়েছে, তাতে ৩৪ জন বিধাযকের নাম রযেছে। এ দিকে গুয়াহাটির যে হোটেলে শিবসেনার বিধায়করা রয়েছেন, সেই হোটেলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সমর্থকরা।
advertisement
যদিও শিন্ডের সমর্থনের বিষয়টি নিয়ে ঠাট্টা করেছে এনসিপি। এনসিপির তরফ থেকে নেতা জয়ন্ত পাটিল বলেছেন, অসমে নিজের মতো করে শক্তি প্রদর্শন করতেই পারেন একনাথ। কিন্তু প্রকৃত অর্থে শক্তি প্রদর্শন করতে গেলে তাঁকে মুম্বই আসতে হবে। একনাথ মুম্বই আসুন, এসে নিজের শক্তি প্রদর্শন করুন, তাহলেই ক্ষমতা বোঝা যাবে। জয়ন্ত পাটিল আরও বলেছেন, আমরা সম্পূর্ণ রূপে উদ্ধব ঠাকরের সঙ্গে আছি। আমরা তাঁর সঙ্গে দেখা করেছি, আমরা তাঁকে জানিয়েছি, এনসিপির পূর্ণ সমর্থন আছে তাঁর প্রতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2022 4:50 PM IST