Mamata Banerjee: আসানসোলে সেল গ্যাসের বিশাল সম্ভাবনা! বাম আমলের নয়াচর চুক্তি বাতিল ঘোষণা মমতার

Last Updated:

Mamata Banerjee: তিনি বলেন, ''১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। অনেক কর্মসংস্থান হবে। আগামী দু তিন বছরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্যাসের উৎপাদনে। একটা বড় শিল্প সম্ভাবনা শুরু হয়েছে।''

বড় ঘোষণা মমতার
বড় ঘোষণা মমতার
#কলকাতা: রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ''আসানসোলে সেল গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জিএসআই ইতিমধ্যেই সার্ভে শুরু করেছে। সেল গ্যাসের বিশাল সম্ভাবনা রয়েছে ওখানে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের অনুমোদন নিয়ে আমরা এটা করছি। সেল গ্যাসের উৎপাদনে আমরা ছাড় দিয়েছি।''
এখানেই শেষ নয়, তিনি বলেন, ''১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। অনেক কর্মসংস্থান হবে। আগামী দু তিন বছরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্যাসের উৎপাদনে। একটা বড় শিল্প সম্ভাবনা শুরু হয়েছে। নয়াচরের ক্ষেত্রে আগের সরকারের আমলে চুক্তি হয়েছিল। এই চুক্তিটা আমরা বাতিল করে দিলাম। এখানে আমরা অ্যাকোয়া হাব তৈরি করতে পারব। অ্যাকোয়া হাব ও সোলার পার্ক ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।''
advertisement
advertisement
রাজ্য শিল্প মানচিত্রে নয়াচর নতুন নাম নয়। এর আগে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিদ্যুৎ দফতর, মৎস্য দফতরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই নয়াচর নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি শুরুর প্রস্তাব দিয়েছিল রাজ্য। নবান্ন সূত্রে খবর, এই নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট গড়ে তুলতে চেয়েছিল রাজ্য সরকার। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ নয়াচরের প্রতি বর্গমিটার জমি বছরে ১৭০০ কিলোওয়াট সৌর বিকিরণ পায়। বিশেষজ্ঞদের এই মতামতকে গুরুত্ব দিয়েই মুখ্যসচিব একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে অচিরাচরিত শক্তি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
advertisement
এবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই সিদ্ধান্তেই কার্যত সিলমোহর পড়ল। প্রসঙ্গত চলতি বছরে অপ্রচলিত উৎস থেকে ১ লক্ষ ৭৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে সৌর বিদ্যুতের পরিমাণ হবে এক লক্ষ মেগাওয়াট। এই সোলার পার্ক সেই লক্ষ্য পূরণে অনেকটাই সাহায্য করবে বলেই নবান্নের শীর্ষ মহল মনে করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আসানসোলে সেল গ্যাসের বিশাল সম্ভাবনা! বাম আমলের নয়াচর চুক্তি বাতিল ঘোষণা মমতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement