Mamata Banerjee: ৬ দিনের ব্রিটেন সফর শেষ, আজ সন্ধ্যায় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কলকাতা ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার দুটো লক্ষ্য আছে। এক, কলকাতায় অক্সফোর্ডের একটা ক্যাম্পাস। এবং দুই, সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজের সরাসরি উড়ান চালু করা।’’
কলকাতা: শুক্রবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের শেষ দিন। আজ, শনিবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ এমিরেটসের বিমানে দুবাই পৌঁছবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টা-য় মুখ্যমন্ত্রীর কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে। কলকাতা ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার দুটো লক্ষ্য আছে। এক, কলকাতায় অক্সফোর্ডের একটা ক্যাম্পাস। এবং দুই, সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজের সরাসরি উড়ান চালু করা।’’ কলকাতা পৌঁছে তিনি আরও কিছু বলেন কি না সে দিকে নজর থাকবে আজ।
গত রবিবার লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর গত সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। পরের দিন মঙ্গলবার ছিল বাণিজ্য সম্মেলন। ওই দুই কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন।
advertisement
advertisement
ফেরার আগে লন্ডন থেকে সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না ৷’’ একই সঙ্গে নিজের জীবনের লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘ছোটবেলায় বাবাকে হারানোর সময় থেকেই আমার জীবনের সংগ্রামের শুরু। কখনও লড়াইয়ের রাস্তা থেকে সরে আসিনি, আসবও না।’
advertisement
গত বুধবার সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও কর্মসূচি ছিল না। তবে ওই দিন রাজ্য সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেন ব্রিটিশ বণিক মহলের সঙ্গে। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা ছিল মুখ্যমন্ত্রীর। ঠাসা কর্মসূচি শেষ করে এবার বিলেত থেকে রওনা দিলেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 8:57 AM IST