সাত পাকেই ভাগ্যে গ্রহণ ! সুপারস্টার নায়িকার কেরিয়ার শেষ করেন ‘সুপারফ্লপ’ স্বামী, ভাগ্যশ্রীকে এখনও মনে পড়ে?

Last Updated:
১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউড পেল দু’জন প্রতিভাবান ব্যক্তিকে। এঁদের একজন ছবির নায়িকা ভাগ্যশ্রী, অন্যজন ছবির পরিচালক সুরজ বরজাতিয়া। সুরজ বরজাতিয়া এর পর বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিলেও ভাগ্যশ্রী সোজা গিয়ে বসলেন বিয়ের পিঁড়িতে।
1/6
বিয়ে করার পরে নায়িকাদের কেরিয়ারে একটা দাঁড়ি পড়ে যায়, এ ঘটনা আমাদের দেশে হামেশাই দেখা যায়। একে তো বিবাহিতা নায়িকাদের নিতে পারেন না অধিকাংশ পুরুষ দর্শক। তার উপরে চেপে বসে সাংসারিক দায়িত্ব। হালে কিছুটা হলেও অবশ্য নিয়মের চাকা ঘুরেছে। তবে, পুরোপুরি নয়। মাধুরী দীক্ষিত নেনে, করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা এখনও কাজ করে চলেছেন বটে, তবে আগের মতো জাঁকিয়ে যে নয়, সে সবারই চোখে পড়ছে। তবে, স্বামী ছাড়া আর কারও সঙ্গে বিয়ের পরে অভিনয় করবেন না, এমন বায়নাক্কা তাঁদের নেই! Photo: Instagram
বিয়ে করার পরে নায়িকাদের কেরিয়ারে একটা দাঁড়ি পড়ে যায়, এ ঘটনা আমাদের দেশে হামেশাই দেখা যায়। একে তো বিবাহিতা নায়িকাদের নিতে পারেন না অধিকাংশ পুরুষ দর্শক। তার উপরে চেপে বসে সাংসারিক দায়িত্ব। হালে কিছুটা হলেও অবশ্য নিয়মের চাকা ঘুরেছে। তবে, পুরোপুরি নয়। মাধুরী দীক্ষিত নেনে, করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা এখনও কাজ করে চলেছেন বটে, তবে আগের মতো জাঁকিয়ে যে নয়, সে সবারই চোখে পড়ছে। তবে, স্বামী ছাড়া আর কারও সঙ্গে বিয়ের পরে অভিনয় করবেন না, এমন বায়নাক্কা তাঁদের নেই! Photo: Instagram
advertisement
2/6
পেশাদার অভিনেত্রী যে এরকম একটা দাবি জুড়তে পারেন, তা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। তাহলে তো আর কেরিয়ার বলেই কিছু থাকবে না! অথচ, বলিউডের এক ডাকসাইটে নায়িকা ঠিক সেই কাজটাই করে বসেছিলেন। প্রথম ছবি থেকেই যে স্টারডম তাঁর তৈরি হয়েছিল, তা অনেক নায়িকা ১০-১২টা ছবি করার পরেও পান না। অথচ, এর ঠিক পর থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত দেখা দিল নায়িকার ভাগ্যের আকাশে।
পেশাদার অভিনেত্রী যে এরকম একটা দাবি জুড়তে পারেন, তা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। তাহলে তো আর কেরিয়ার বলেই কিছু থাকবে না! অথচ, বলিউডের এক ডাকসাইটে নায়িকা ঠিক সেই কাজটাই করে বসেছিলেন। প্রথম ছবি থেকেই যে স্টারডম তাঁর তৈরি হয়েছিল, তা অনেক নায়িকা ১০-১২টা ছবি করার পরেও পান না। অথচ, এর ঠিক পর থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত দেখা দিল নায়িকার ভাগ্যের আকাশে।
advertisement
3/6
অনেকেরই হয়তো আর বুঝতে বাকি নেই যে এখানে বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা ভাগ্যশ্রীর কথা উঠেছে! ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউড পেল দু’জন প্রতিভাবান ব্যক্তিকে। এঁদের একজন ছবির নায়িকা ভাগ্যশ্রী, অন্যজন ছবির পরিচালক সুরজ বরজাতিয়া। সুরজ বরজাতিয়া এর পর বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিলেও ভাগ্যশ্রী সোজা গিয়ে বসলেন বিয়ের পিঁড়িতে।
অনেকেরই হয়তো আর বুঝতে বাকি নেই যে এখানে বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা ভাগ্যশ্রীর কথা উঠেছে! ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউড পেল দু’জন প্রতিভাবান ব্যক্তিকে। এঁদের একজন ছবির নায়িকা ভাগ্যশ্রী, অন্যজন ছবির পরিচালক সুরজ বরজাতিয়া। সুরজ বরজাতিয়া এর পর বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিলেও ভাগ্যশ্রী সোজা গিয়ে বসলেন বিয়ের পিঁড়িতে।
advertisement
4/6
শোনা যায়, এই ছবি করার সময় থেকেই ব্যবসায়ী হিমালয় দাসানির সঙ্গে তাঁর আলাপ এবং তুমুল প্রেম। সলমন খান না কি প্রায়ই শ্যুটিংয়ের মাঝে হিমালয়ের প্রসঙ্গ তুলে ভাগ্যশ্রীকে খেপাতেন! কারণ যে তার ছিল, সে তো প্রথম ছবির পরেই বিয়ের সিদ্ধান্ত দেখে বোঝা গেল। এর পরেই শুরু হল এক অদ্ভুত খেলা। প্রযোজকদের সাফ জানিয়ে দিলেন নায়িকা- স্বামী ছাড়া আর কারও সঙ্গে তিনি ছবি করবেন না!
শোনা যায়, এই ছবি করার সময় থেকেই ব্যবসায়ী হিমালয় দাসানির সঙ্গে তাঁর আলাপ এবং তুমুল প্রেম। সলমন খান না কি প্রায়ই শ্যুটিংয়ের মাঝে হিমালয়ের প্রসঙ্গ তুলে ভাগ্যশ্রীকে খেপাতেন! কারণ যে তার ছিল, সে তো প্রথম ছবির পরেই বিয়ের সিদ্ধান্ত দেখে বোঝা গেল। এর পরেই শুরু হল এক অদ্ভুত খেলা। প্রযোজকদের সাফ জানিয়ে দিলেন নায়িকা- স্বামী ছাড়া আর কারও সঙ্গে তিনি ছবি করবেন না!
advertisement
5/6
বলিউডের নায়ক হতে গিয়ে ফ্লপের মুখে পড়েছিলেন সুপুরুষ হিমালয়। অনেকে বলেন, সে কারণেই স্ত্রীর সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চেয়েছিলেন তিনি। কিন্তু, কার্যত নায়ক হওয়ার স্বপ্ন ব্যবসায়ীর অধরাই থেকে যায়। পায়েল, ত্যাগী, কয়েদ মে হ্যায় বুলবুল- তিন তিনটে ভাগ্যশ্রী-হিমালয় জুটির ছবি মুক্তি পায় ১৯৯২ সালে। সবকটাই সুপারফ্লপ, এর পরে আর ভাগ্যশ্রীরও ছবি করার প্রশ্ন ওঠেনি।
বলিউডের নায়ক হতে গিয়ে ফ্লপের মুখে পড়েছিলেন সুপুরুষ হিমালয়। অনেকে বলেন, সে কারণেই স্ত্রীর সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চেয়েছিলেন তিনি। কিন্তু, কার্যত নায়ক হওয়ার স্বপ্ন ব্যবসায়ীর অধরাই থেকে যায়। পায়েল, ত্যাগী, কয়েদ মে হ্যায় বুলবুল- তিন তিনটে ভাগ্যশ্রী-হিমালয় জুটির ছবি মুক্তি পায় ১৯৯২ সালে। সবকটাই সুপারফ্লপ, এর পরে আর ভাগ্যশ্রীরও ছবি করার প্রশ্ন ওঠেনি।
advertisement
6/6
সুপারফ্লপ স্বামীর জেদে কেরিয়ার ডুবে গেল সুপারস্টার নায়িকার- এ কথাই অনেকে বলেন। তবে, হিমালয়ের দাবি, তাঁরা কারও কাছে কাজ চাইতে যান না বলেই কেরিয়ার গড়ে ওঠেনি। কথাটা মেনে নেওয়া কঠিন। এও প্রশ্ন ওঠে, ভাগ্যশ্রী নিজে কেন কখনও হিমালয় ছাড়া কারও সঙ্গে বিয়ের পরে কাজ করলেন না! উত্তর ভাগ্যশ্রী কখনও দেননি! দিলে কি বলতেন- ম্যায়নে পেয়ার কিয়া?
সুপারফ্লপ স্বামীর জেদে কেরিয়ার ডুবে গেল সুপারস্টার নায়িকার- এ কথাই অনেকে বলেন। তবে, হিমালয়ের দাবি, তাঁরা কারও কাছে কাজ চাইতে যান না বলেই কেরিয়ার গড়ে ওঠেনি। কথাটা মেনে নেওয়া কঠিন। এও প্রশ্ন ওঠে, ভাগ্যশ্রী নিজে কেন কখনও হিমালয় ছাড়া কারও সঙ্গে বিয়ের পরে কাজ করলেন না! উত্তর ভাগ্যশ্রী কখনও দেননি! দিলে কি বলতেন- ম্যায়নে পেয়ার কিয়া?
advertisement
advertisement
advertisement