West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম ! ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, উত্তরের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম ! ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম ! ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
বিশ্বজিৎ সাহা, কলকাতা: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যদিও সার্বিক ভাবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আজ, শনিবার সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
ইদের আগেই তাপপ্রবাহের চোখরাঙানি। দক্ষিণবঙ্গের ৭ জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উষ্ণতায় কাটবে ইদের দিনও। কার্যত ‘হট-ডে’ পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উইকেন্ডে কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। উত্তরের পার্বত্য এলাকায় আজ, শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
এদিকে কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে । সকালে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরও বাড়বে। পরিষ্কার আকাশ এবং দিনভর গরমের অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ।
advertisement
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম ! ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, উত্তরের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement