mamata banerjee: ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঠিক হয়ে গেল রাজ্য সঙ্গীতও! মমতা বললেন, ‘সমর্থন না করলে কিছু এসে যায় না’
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রস্তাবের বিরোধিতা করে ২০ জুনের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷
কলকাতা: ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, আর রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’৷ বিতর্কের আবহেই বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয় সব শেষে ‘বাংলার মাটি, বাংলার জল’গানটি গান শাসকদলের বিধায়কেরা৷ গলা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ পাশাপাশি, এদিন প্রস্তাব পেশ করেই মুখ্যমন্ত্রী জোর গলায় জানিয়ে দেন, ‘‘কে সমর্থন করল আর করল না তাতে কিছু যায় আসে না৷ আমরা পয়লা বৈশাখ পালন করব।’’
এদিনের প্রস্তাব ঘিরে যে অধিবেশন উত্তপ্ত হতে চলেছে, তার আন্দাজ আগে থেকেই ছিল৷ অধিবেশনের শুরুতেই এদিন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের টি-শার্ট পরে আসা নিয়ে ‘আপত্তি’ জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: ‘রাজ্যপাল সই না করলে কী করে আটকায় দেখব..’ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা
সম্প্রতি গত ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে নারাজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ফোনে অনুরোধ জানিয়ে ও পরে চিঠি লিখে রাজ্যপালকে এই আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। তা নিয়ে সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
সেই থেকেই শুরু হয় বিতর্ক৷ বিজেপির দাবি, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ স্থাপিত হয়েছিল৷ তাই ওই দিনটিই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হোক৷ এদিন মমতার প্রস্তাব পেশের পরেই বিজেপি পরিষদীয় দলের পক্ষে এই প্রস্তাবের বিরোধিতা করে প্রথম বক্তব্য রাখেন বিধায়ক শংকর ঘোষ।
প্রস্তাবের বিরোধিতা করে ২০ জুনের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷
advertisement
তবে, মুখ্যমন্ত্রী নিজের বক্তৃতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাঁরা ইতিহাস শেখাবে। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ স্থাপিত হয়নি। অবিভক্ত বাংলার বিধানসভায় একবার এই বিষয়ে আলোচনা হয়েছিল। যাদের সাথে বাংলার মানুষ, মাটির যোগাযোগ নেই, তারা কী করে বাংলার কথা বলবে?’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 07, 2023 3:03 PM IST








