Mamata Banerjee on SIR in West Bengal: 'শুনলে চমকাবেন, SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে', আইপ্যাকে ইডি-কাণ্ডের মাঝেই বড় অভিযোগ মমতার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee on SIR in West Bengal: আইপ্যাকে ইডি হানার মাঝেই বাংলায় এসআইআর নিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে এসআইআরের মাধ্যমে মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে বলে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা: বৃহস্পতিবার প্রায় পৌনে এক ঘণ্টা পরে সল্টলেকে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য হাতিয়ে ‘ট্রান্সফার’ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
বাংলায় এসআইআর নিয়েও এদিন তোপ দাগেন মমতা। জোর করে এসআইআরের মাধ্যমে মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে বলে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘আপনারা শুনলে অবাক হবেন, এসআইআরে মহিলাদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। ৯০ বছরের শতায়ুকে নোটিস, অন্তঃসত্ত্বাকে নোটিস, সম্মানীয় ব্যক্তিদের নোটিস পাঠানো হয়েছে। বেশিরভাগ ইয়ং জেনারেশন নাম এনলিস্ট হয়নি। লজিস্টিকাল ডিসেনসারির নামে ৫৪ লাখের নাম বাদ দেওয়া হয়েছে।’
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল, পড়ুয়ারা জরুরি খবর জানুন
মুখ্যমন্ত্রীর মতে, ইডির এই হানা ‘অপরাধ’। রাজ্যে এখন এসআইআরের কাজ চলছে। সেই সংক্রান্ত তথ্যও ‘ট্রান্সফার’ করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এর পরে তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও আঙুল তুলেছেন। এসআইআরের শুনানিতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন বলে আবার অভিযোগ তুলেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আধার লিঙ্ক ছাড়া ৬০ দিন আগে টিকিট বুক করা যাবে না, খোলার দিনেই শর্ত প্রযোজ্য রেলের! সম্পূর্ণ নিয়ম জানুন
সল্টলেকে আইপ্যাকের দফতর যে ভবনে রয়েছে, তার বেসমেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। কথা বলে আবার ঢুকে পড়েন দফতরে। তার আগে বলেন, ”যত ক্ষণ প্রতীক না আসছেন, যত ক্ষণ প্রতীক এসে অফিসে সেটল না-করছেন, তত ক্ষণ আমি এখানে অপেক্ষা করব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 3:18 PM IST









