Mamata Banerjee on Covid: বিধি মানতে জনতার কাছে হাতজোড় মমতার, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ!

Last Updated:

Mamata Banerjee on Covid: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি হাতজোড় করে বলব মাস্কটা পরুন। গত এক সপ্তাহে করোনা বেড়েছে। আরো বাড়ছে যদি কোভিডটা আরো বাড়ে, তাহলে কড়া বিধিনিষেধ করব।''

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ
#কলকাতা: প্রতিদিনই লাফিয়ে বাংলায় বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। রাজ্য করোনা তৃতীয় ঢেউ (third wave) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি করোনা সংক্রমণ আরও ভয়াবহ ভাবে বাড়ে, তাহলে আরও কড়া বিধিনিষেধের দিকে এগোতে পারে রাজ্য, এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Covid)। এদিন তিনি বলেন, ''আমি হাতজোড় করে বলব মাস্কটা পরুন। গত এক সপ্তাহে করোনা বেড়েছে। আরো বাড়ছে যদি কোভিডটা আরো বাড়ে, তাহলে কড়া বিধিনিষেধ করব। প্রশাসন জোর করে, অ্যারেস্ট করে কাউকে মাস্ক পরাতে পারে না। এটা মানুষ কেই সচেতন হতে হবে।''
ইতিমধ্যেই রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণ প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা এখন সবাইকে মেলামেশা করতে বারণ করছি। আজ আমাদের ক্যাবিনেট বৈঠক ছিল। আমি নিজেই জানি না কাদের কোভিড হয়েছে। সবাইকে অনুরোধ করব ভয় পাবেন না।''
advertisement
advertisement
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মাস্ক তো বটেই, মুখ্যমন্ত্রীকে হ্যান্ড গ্লাভস পরে থাকতে দেখা যায়। সেখানেই তিনি বলেন, ''তিনদিন জর থাকলে ডাক্তারকে দেখানো উচিত।'' এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তাঁর কথায়, ''গঙ্গাসাগর মেলা এখন কোর্টে বিবেচনাধীন। তাই এটা নিয়ে বলব না।''
advertisement
মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে বিগত কয়েকদিনে ৪৫ হাজার ৪১৭ জন রোগী পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯২০ জন। হাসপাতালে ভর্তির সংখ্যা খুব কম। রোগটা এবার মারাত্মক না হলেও সংক্রমণ খুব বেশি হচ্ছে। তবে রাজ্যে কোভিডের জন্য ১৯৮টি হাসপাতাল রয়েছে। সেখানে ১৯ হাজার ৫৭০ বেড রয়েছে। ৪১০০ ICU বেড রয়েছে। তবে কম উপসর্গ থাকলে হাসপাতালে যাওয়ার দরকার নেই বলেই এদিন জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Covid: বিধি মানতে জনতার কাছে হাতজোড় মমতার, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement