Srijato Bandyopadhyay on Mamata Banerjee: 'শ্রীজাতবাবু বলছেন?' সরি'র বার্তা নিয়ে ফোনের ওপারে মমতা, কবির কলমে অজানা কথা...

Last Updated:

Srijato Bandyopadhyay on Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করে নিলেন কবি শ্রীজাত।

মমতার প্রশংসায় শ্রীজাত
মমতার প্রশংসায় শ্রীজাত
#কলকাতা: বুধবারই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭তম জন্মদিন। গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে তৃতীয় বারের মতো বাংলার ক্ষমতায় এসে তিনি বুঝিয়েছেন, লড়াই করা টিকে থাকাটাই তাঁর মজ্জাগত। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য়ে লুকিয়ে আছে একজন অভিভাবক, একজন মমতাময়ী মা। মুখ্যমন্ত্রীর জন্মদিনে সেই বিষয়টিই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কবি শ্রীজাত (Srijato Bandyopadhyay)। ফেসবুকে তাঁর পোস্ট এখন রীতিমতো ভাইরাল।
পোস্টের শুরু থেকে শেষ, ঠিক যেন গল্পের চলনে এগিয়েছে লেখা। শ্রীজাত লিখছেন, ''‘শ্রীজাতবাবু বলছেন?’ ‘হ্যাঁ, বলছি, আপনি?’ ‘আমি মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলছি। মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে একবার কথা বলতে চান। এখন অসুবিধে নেই তো?’ ‘না না, অসুবিধে কীসের’। ‘বেশ, তাহলে ধরুন একটু, আমি লাইনটা ট্রান্সফার করছি’।
advertisement
এরপর শ্রীজাত লিখেছেন, ভাষা দিবসের অনুষ্ঠানে তাঁর এবং মুখ্যমন্ত্রীর মধ্যেকার কথাবার্তা। এবং সেই সমস্ত কিছুর বিবরণ। ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শ্রীজাত লিখেছেন, ''সেবার পড়বি-তো-পড় আমার বসার জায়গাটি মুখ্যমন্ত্রীর একেবারে লাগোয়া। একাধিকবার ইশারা বিনিময়ের এই খেলা স্বাভাবিকভাবেই ওঁর চোখ এড়ায়নি। খুব মৃদু স্বরে প্রশ্ন করলেন, ‘কে? বৌমা?’ এর আগেও ওঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, উনি ‘বৌমা’ সম্বোধনেই দূর্বা’র খোঁজ নিয়েছেন। চাক্ষুষ এই প্রথম। আমি বাধ্য হয়েই বললাম, ‘হ্যাঁ, এই প্রথম ভাষা দিবসের অনুষ্ঠানে এল। আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবো’। শুনে বললেন, ‘অবশ্যই। অনুষ্ঠান শেষ হলে একবার যেন মঞ্চে আসে। তখন আলাপ হবে’।
advertisement
এরপর তিনি লিখেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনের কথাবার্তা, যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলছেন, ''‘আসলে, আমি স্যরি বলার জন্যে ফোনটা করেছি’। ২১ তারিখ অনুষ্ঠান শেষ হবার পর বৌমা’র সঙ্গে আলাপ করব বললাম। কিন্তু তারপর তাড়াহুড়োয় আর খেয়াল করিনি, বেরিয়ে গেছি। রাতে বাড়ি ফিরে যখন মনে পড়ল, তখন এত খারাপ লেগেছে, কী বলব। পরদিন সকাল থেকেই আপনাকে ফোনে ধরার চেষ্টা করছি। সেদিন বৌমা’র সঙ্গে দেখা না-করে চলা যাওয়া আমার উচিত হয়নি।''
advertisement
শ্রীজাত-র এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলা বাহুল্য, আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিলেও শাসক শিবিরের সঙ্গে কবি শ্রীজাত-র সম্পর্ক এখন যথেষ্ট উষ্ণ। এই পরিস্থিতিতে শ্রীজাত-র এই ফেসবুক পোস্ট খুব 'স্বাভাবিক' বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Srijato Bandyopadhyay on Mamata Banerjee: 'শ্রীজাতবাবু বলছেন?' সরি'র বার্তা নিয়ে ফোনের ওপারে মমতা, কবির কলমে অজানা কথা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement