Mamata Banerjee Birthday: দিনের শেষে এল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় স্তরের বহু নেতা (Mamata Banerjee Birthday)৷
#কলকাতা: সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে (Mamata Banerjee Birthday) শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্তরের একের পর এক নেতা৷ তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও৷ শেষ পর্যন্ত অবশ্য দিনের প্রায় শেষে হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Wish on Mamata Banerjee's Birthday)৷ জবাবে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুধবার রাত সাড়ে ন'টার কিছু পরে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের কামনা করি৷' জবাবে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আপনার শুভেচ্ছার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ৷'
Thank you Hon'ble Prime Minister @narendramodi ji for your wishes. https://t.co/9PCA1vZHaK
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2022
advertisement
advertisement
প্রধানমন্ত্রী অবশ্য আজ পঞ্জাব সফর নিয়েই ব্যস্ত ছিলেন৷ পঞ্জাবে গিয়ে অবরোধে আটকে গিয়ে সফর অসমাপ্ত রেখেই ফিরে আসতে বাধ্য হন তিনি৷
যদিও এ দিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল, এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, রীতেশ দেশমুখ, কমল হাসানরা৷ শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও৷
advertisement
প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এ দিন রাতে ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'এই দিনটিতে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই৷ বিশেষ করে গোটা তৃণমূল পরিবারকে ধন্যবাদ জানাই৷ আপনারাই আমাকে প্রতিদিন লড়াই করার শক্তি জোগান৷ আসুন সবাই মিলে মানুষকে সবথেকে ভালো পরিষেবা দেওয়ার জন্য শপথ নিই৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 11:13 PM IST