Mamata Banerjee Birthday: দিনের শেষে এল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মমতা

Last Updated:

এ দিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় স্তরের বহু নেতা (Mamata Banerjee Birthday)৷

জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদি৷ Photo-File
জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদি৷ Photo-File
#কলকাতা: সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে (Mamata Banerjee Birthday) শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্তরের একের পর এক নেতা৷ তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও৷ শেষ পর্যন্ত অবশ্য দিনের প্রায় শেষে হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Wish on Mamata Banerjee's Birthday)৷ জবাবে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুধবার রাত সাড়ে ন'টার কিছু পরে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের কামনা করি৷' জবাবে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আপনার শুভেচ্ছার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ৷'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী অবশ্য আজ পঞ্জাব সফর নিয়েই ব্যস্ত ছিলেন৷ পঞ্জাবে গিয়ে অবরোধে আটকে গিয়ে সফর অসমাপ্ত রেখেই ফিরে আসতে বাধ্য হন তিনি৷
যদিও এ দিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল, এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, রীতেশ দেশমুখ, কমল হাসানরা৷ শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও৷
advertisement
প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এ দিন রাতে ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'এই দিনটিতে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই৷ বিশেষ করে গোটা তৃণমূল পরিবারকে ধন্যবাদ জানাই৷ আপনারাই আমাকে প্রতিদিন লড়াই করার শক্তি জোগান৷ আসুন সবাই মিলে মানুষকে সবথেকে ভালো পরিষেবা দেওয়ার জন্য শপথ নিই৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Birthday: দিনের শেষে এল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement