Mamata Banerjee Nephew Marriage: মমতার ভাইপোর বিয়ে! যোগ দিতে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বরকর্তা ফিরহাদ হাকিম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Nephew Marriage: মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান আবেশ। তিনি পেশায় চিকিৎসক। তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজল বিয়ের সানাই। সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মুখ্যমন্ত্রী আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। মমতার ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িরই বাসিন্দা আবেশ। মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান আবেশ। তিনি পেশায় চিকিৎসক। তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ।
সোমবার বিধানসভায় গতকালের ভিনরাজ্যের ভোট নিয়ে মন্তব্যের মাঝেই পাহাড় সফরের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি পাহাড়ে যাচ্ছি। আমি সাধারণত বাড়ির অনুষ্ঠানে থাকি না। অনেকে ভাবে পাহাড় আইসোলেটেড। আমার ভাইপো ডাক্তার, সে বিয়ে করছে কার্শিয়ংয়ে। সেখানে বরকর্তা ফিরহাদ হাকিম। এটাই সোনার বাংলা। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক গড়তে আমি যাচ্ছি।’
advertisement

advertisement
আরও পড়ুন: শীতে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি! রোজ এলাচ দিয়ে রান্না করলে দারুণ উপকার পাবেন, জানুন
আবেশ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসেছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে। তবে কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশন হবে বলে জানা গিয়েছে।
advertisement

ব্যক্তিগত কারণ ছাড়াও উত্তরবঙ্গে প্রশাসনিক কাজ রয়েছে মুখ্যমন্ত্রীর। চলতি সপ্তাহে বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে পাট্টা প্রদানের কর্মসূচি রয়েছে তাঁর। ৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮’জেলাকে নিয়ে ‘বিজনেস সামিট’-এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। চব্বিশের লোকসভা ভোটের আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
আবীর ঘোষাল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 3:12 PM IST