Mamata Banerjee: ভোটের 'সাফল্য' আসতেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের! ১১ জুন সব নজর নবান্নে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: মন্ত্রীদের কাজ, দফতরের কাজের রিভিউ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: লোকসভা ভোট শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনে সংস্কার আনতে চলেছেন মুখ্যমন্ত্রী? আগামী ১১ জুন কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি আছে? তা নিয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর।
মন্ত্রীদের কাজ, দফতরের কাজের রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে স্বশরীরে সব মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি সব দফতরের সচিব, প্রধান সচিবদের ডাকা হয়েছে বৈঠকে।
advertisement
জেলাশাসকদেরও বৈঠকে স্বশরীরে উপস্থিতি বাধ্যতামুলক। ১১ জুন নবান্ন সভা ঘরে ডাকা হল এই বৈঠক। ১১ জুন বিকেল ৪ টের সময় এই বৈঠক। বৈঠকে পুলিশের এসপি, সিপি, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করল নবান্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 12:12 PM IST