অপরিহার্য অমিত, ভোটে না লড়লেও অভিজ্ঞতাকে দাম দিয়ে মন্ত্রী করলেন মমতা

Last Updated:

বণিকসভা ফিকি-র প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমিত মিত্র গত দশ বছর ধরে রাজ্যের অর্থ এবং শিল্প দফতর সামলেছেন৷

ফের মন্ত্রী হলেন অমিত মিত্র৷
ফের মন্ত্রী হলেন অমিত মিত্র৷
#কলকাতা: শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনে লড়েননি৷ কিন্তু অমিত মিত্রের অভিজ্ঞতাকে হাতছাড়া করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই ভোটে না লড়লেও মন্ত্রী হিসেবে এদিন ভার্চুয়ালি শপথগ্রহণ করলেন মমতা সরকারের গত দু' বারের অর্থমন্ত্রী৷ এ বারও অর্থ দফতরের গুরুদায়িত্ব অমিত মিত্রের হাতেই তুলে দিতে চলেছেন মমতা৷
বণিকসভা ফিকি-র প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমিত মিত্র গত দশ বছর ধরে রাজ্যের অর্থ এবং শিল্প দফতর সামলেছেন৷ জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন তিনি৷ কেন্দ্রের বিভিন্ন আর্থিক নীতি সমালোচনা করার ক্ষেত্রে তৃণমূল সরকারের প্রধান ভরসা ছিলেন তিনি৷ তার উপর, শিল্প বাণিজ্য জগতের সঙ্গে তাঁর সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অমিত মিত্রকে একরকম অপরিহার্য করে তুলেছে৷ রাজ্যে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আয়োজনেও বড় দায়িত্ব থাকত অমিত মিত্রের হাতে৷
advertisement
তবে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেও ছ' মাসের মধ্যে অমিত মিত্রকে যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনতে হবে৷ যে খড়দহ কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতেন, এবার সেখান থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন কাজল সিনহা৷ কিন্তু ভোটে জিতলেও নির্বাচন মেটার কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূলের জয়ী প্রার্থীর৷ ফলে ওই কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হবে৷ তবে এই বিষয়টিকে নিয়ে খুব একটা ভাবিত নয় তৃণমূল নেতৃত্ব৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে জিতে আসতে হবে৷ কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তিনি৷ বিপুল জনমত পাওয়ার পর তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্রের জন্য আসন খুঁজে বের করা নিয়ে খুব একটা চিন্তায় নেই তৃণমূল নেতৃত্ব৷ এর পাশাপাশি অবশ্য় বিধান পরিষদ গঠন করেও মনোনীত সদস্য় হিসেবে কাউকে মন্ত্রিসভায় নিয়ে আসা যায়৷ কিন্তু সেই প্রক্রিয়া যেমন জটিল, সেরকম সম্ভাবনার কথাও শাসক দল সূত্রে শোনা যাচ্ছে না৷
advertisement
advertisement
এমনিতে রাজ্যের ২৯২ আসনে নির্বাচন হয়েছে৷ দুই প্রার্থীর মৃত্যুতে দু'টি কেন্দ্রের ভোটগ্রহণ বাকি রয়েছে৷ এ ছাড়াও খড়দহ কেন্দ্রে পুনর্নির্বাচন হওয়ার কথা৷
Abir Ghosal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপরিহার্য অমিত, ভোটে না লড়লেও অভিজ্ঞতাকে দাম দিয়ে মন্ত্রী করলেন মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement