Mamata Banerjee: পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য বিশেষ কমিটি! কী হবে কমিটির কাজ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার। এছাড়াও, এই কমিটিতে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা হল ৪ সদস্যের কমিটি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করার জন্য কমিটি গঠন করা হল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করতে চান, তাঁদের এই কমিটির কাছেই অভিযোগ জানাতে হবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব! মোদির সঙ্গে সাক্ষাতে কী বলে এলেন সুকান্ত? তুমুল শোরগোল
কমিটির কাজ কী হবে? কী ভাবে এই কমিটি কাজ করবে, এই সমস্ত বিষয় নবান্নের তরফে খুব দ্রুত জানানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার। এছাড়াও, এই কমিটিতে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর
অন্যদিকে, আজ, বৃহস্পতিবারই নীতি আয়োগ এর বৈঠক৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী কোন কোন বিষয় তুলে ধরতে পারেন, সেই সংক্রান্ত আভাস পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে৷
advertisement
১) গঙ্গা ভাঙ্গন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ, ( মালদা ও মুর্শিদাবাদের ভয়ংকর রূপ নিচ্ছে, এলাকার নাম ধরে তা উল্লেখ। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন তাও বলা হবে ২) বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সুন্দরবন অঞ্চল সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। ৩) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছে ফের অর্থের দাবি। ইত্যাদি বিষয় বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 25, 2024 10:15 AM IST