Mamata Banerjee in Malda: তিনদিনের মালদহ সফরে মুখ্যমন্ত্রী, ট্রেনে করেই সফরে যাবেন মমতা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee in Malda: মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় - অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন নাকি তা নিয়ে অবশ্য জল্পনা রয়েছে।
উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ এর ঘটনার পরপর মুখ্যমন্ত্রী তিনদিনের মালদহ সফরে যাচ্ছেন। যাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে চর্চা তুঙ্গে। দুপুরবেলায় হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস এ মালদহের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
বুধবার মালদহে পৌঁছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মালদহ জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মালদহ জেলার সামগ্রিক পরিকাঠামো সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ কেমন হচ্ছে তাও পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মালদহ সফর অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
যদিও মালদহ জেলার প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলাকে ডাকা হয়নি বলেই নবান্ন সূত্রে খবর। সাম্প্রতিক সময় মালদহের একটি স্কুলে বন্দুকবাজ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কার্যত স্কুলের পড়ুয়াদের পণবন্দি করার হুমকি দেন বন্দুকবাজ সেই ব্যক্তি। যদিও তৎক্ষণাৎ পুলিশের বুদ্ধিমত্তায় সেই বন্দুকবাজকে আটক করে ফেলে মালদহ জেলা পুলিশ। নবান্ন সূত্রে খবর সেই পুলিশ অফিসারকে সম্মান জানাতে পারেন এবারের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদহ সফরে প্রশাসনিক বৈঠক করবেন সেই সময়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মালদা জেলায় থাকবেন। মূলত তাঁর রাজনৈতিক কর্মসূচি ও মালদা জেলায় সেই সময় চলবে।
advertisement
সেক্ষেত্রে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় - অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন নাকি তা নিয়ে অবশ্য জল্পনা রয়েছে। যদিও সেই সম্ভাবনা কার্যতা নেই বলেই প্রশাসনিক মহলের ব্যাখ্যা। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেস এর একটি বিশেষ বগির ব্যবস্থা করা হচ্ছে। বুধবার মালদার জন্য রওনা দিয়ে শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী র। শুক্রবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর।
advertisement
যদিও শনিবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি উচ্ছেদ করতে যেতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতোমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রয়োজনে তিনি অমর্ত্য সেনের বাড়ির সামনে অবস্থানে বসবেন। সেক্ষেত্রে এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের বাড়িতে বা বোলপুরে যান নাকি তা নিয়েও প্রশাসনিক মহলে জল্পনা চলছে। যদিও মঙ্গলবার এর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে অমর্ত্য সেনের বাড়ির সামনে বুলডোজার নিয়ে ভাঙতে এলে যাতে তিনি সেই বুলডোজারের সামনে বসে পড়েন। অন্যদিকে বুদ্ধিজীবীদের একাংশেরও ঐ দিন অমর্ত্য সেনের বাড়ির সামনে অবস্থানে বসার কথা রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর মালদা সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শহর থেকে মুখ্যমন্ত্রী মালদা জেলার জন্য কয়েকশো কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও করবেন বলে জানা গেছে।
advertisement
Somraj Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 7:30 AM IST