Mamata Banerjee: ‘পুজো আসলেই সুব্রত দা-র কথা খুব মনে পড়ে...’ একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

বুধবার একডালিয়া এভারগ্রিনে পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে নস্ট্যালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধন করেই তিনি বলেছেন এই পুজোয় আসলেই সুব্রত দা-র কথা মনে পড়ে।

একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী
একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী
আবীর ঘোষাল, কলকাতা: একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে এবারও আবেগমথিত মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ধরে উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। পুজো অনুষ্ঠানে এসে সুব্রত দা-র অভাব কতটা বোধ করা হয়, সেই প্রসঙ্গের উত্থাপন করেন তিনি।
বালিগঞ্জের বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন একেবারে সাবেকি ঘরানায়। এই পুজোর বিশেষ আকর্ষণ সাবেকিয়ানা। সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা। একডালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। সেই পুজোর সূচনায় প্রিয় সুব্রতদা-কে স্মরণ করে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মমতা বললেন, ‘‘সুব্রত দা-র কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে। সুব্রতদা অকালপ্রয়াত। এটা হওয়ার কথা ছিল না।’’ সুব্রত মুখোপাধ্যায় বরাবর চাইতেন তাঁর পুজোর উদ্বোধন করুন মমতা। সেকথা মনে করে বললেন, ‘‘সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব।’’
advertisement
বুধবারের পরে আজ, বৃহস্পতিবারও কলকাতার বেশ কিছু দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে প্রথমে বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। তার পরে বিকেলে তিনি যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের। সেখানে পুজোমণ্ডপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে। এ বার সেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। সেই পুজোমণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আরও কয়েকটি পুজোমণ্ডপও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘পুজো আসলেই সুব্রত দা-র কথা খুব মনে পড়ে...’ একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement