Guess The Actress: ৫ হাজার টাকার শিক্ষকতা থেকে ৭ কোটি টাকার চলচ্চিত্র তারকা ! নায়িকাকে চিনতে পারছেন? অন্তত দুটো ছবি তাঁর সবারই দেখা

Last Updated:
তামিল সিনেমায় অনুষ্কা রজনীকান্ত, বিজয়, সুরিয়া, বিক্রম এবং কার্তির মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। তেলুগু সিনেমায় তিনি নাগার্জুন, রবি তেজা, প্রভাস, আল্লু অর্জুন এবং রানা দাগ্গুবাতি সহ শীর্ষস্থানীয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন।
1/6
ছায়াছবির রুপোলি পর্দায় অনেক সুন্দরী শিক্ষিকা দেখা গিয়েছে, কেউই তা অস্বীকার করবেন না। ইজাজত ছবির রেখা হন বা ম্যায় হুঁ না ছবির সুস্মিতা সেন, এই শিক্ষিকারা ভিড়ের মধ্যে পুরোপুরি আলাদা। তবে, কোনও শিক্ষিকা চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠেছেন, তাও আবার প্রথম সারির, এমনটা বড় একটা শোনা যায় না! কথা হচ্ছে অনুষ্কা শেঠিকে নিয়ে। দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা তিনি। তাঁর অন্য ছবি কেউ দেখুন আর না-ই দেখুন, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুটো ছবির সূত্রে তিনি এখন ভারত জুড়ে বিখ্যাত, মুছে গিয়েছে উত্তর আর দক্ষিণের বিভাজনরেখা।
ছায়াছবির রুপোলি পর্দায় অনেক সুন্দরী শিক্ষিকা দেখা গিয়েছে, কেউই তা অস্বীকার করবেন না। ইজাজত ছবির রেখা হন বা ম্যায় হুঁ না ছবির সুস্মিতা সেন, এই শিক্ষিকারা ভিড়ের মধ্যে পুরোপুরি আলাদা। তবে, কোনও শিক্ষিকা চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠেছেন, তাও আবার প্রথম সারির, এমনটা বড় একটা শোনা যায় না! কথা হচ্ছে অনুষ্কা শেঠিকে নিয়ে। দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা তিনি। তাঁর অন্য ছবি কেউ দেখুন আর না-ই দেখুন, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুটো ছবির সূত্রে তিনি এখন ভারত জুড়ে বিখ্যাত, মুছে গিয়েছে উত্তর আর দক্ষিণের বিভাজনরেখা।
advertisement
2/6
একসময় স্কুলশিক্ষিকা হিসেবে কাজ করা অনুষ্কা শেঠি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে সফলভাবে পা রাখেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অনেক শীর্ষ তারকাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন, নিজের একটি অনন্য পরিচয় তৈরি করেছেন। বর্তমানে তামিল এবং তেলুগু উভয় চলচ্চিত্র জগতেই তাঁকে একজন সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। তামিল সিনেমায় অনুষ্কা রজনীকান্ত, বিজয়, সুরিয়া, বিক্রম এবং কার্তির মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন।
একসময় স্কুলশিক্ষিকা হিসেবে কাজ করা অনুষ্কা শেঠি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে সফলভাবে পা রাখেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অনেক শীর্ষ তারকাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন, নিজের একটি অনন্য পরিচয় তৈরি করেছেন। বর্তমানে তামিল এবং তেলুগু উভয় চলচ্চিত্র জগতেই তাঁকে একজন সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। তামিল সিনেমায় অনুষ্কা রজনীকান্ত, বিজয়, সুরিয়া, বিক্রম এবং কার্তির মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন।
advertisement
3/6
তেলুগু সিনেমায় তিনি নাগার্জুন, রবি তেজা, প্রভাস, আল্লু অর্জুন এবং রানা দাগ্গুবাতি-সহ শীর্ষস্থানীয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন।২০০৯ সালের ডার্ক ফ্যান্টাসি ছবি অরুন্ধতী ব্যাপক প্রশংসা অর্জন করলেও ২০১৫ সালের বাহুবলী অনুষ্কা শেঠিকে একজন প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়।
তেলুগু সিনেমায় তিনি নাগার্জুন, রবি তেজা, প্রভাস, আল্লু অর্জুন এবং রানা দাগ্গুবাতি-সহ শীর্ষস্থানীয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন।
২০০৯ সালের ডার্ক ফ্যান্টাসি ছবি অরুন্ধতী ব্যাপক প্রশংসা অর্জন করলেও ২০১৫ সালের বাহুবলী অনুষ্কা শেঠিকে একজন প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়।
advertisement
4/6
বাহুবলীর সাফল্যের পর অনুষ্কা শেঠি ইঞ্জি ইদুপ্পাঝাগি ছবির মাধ্যমে একটি সাহসী এবং অপ্রচলিত পদক্ষেপ নেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নিজের ওজন অনেকটাই বাড়িয়েছিলেন, একজন স্থূলকায়া মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। স্থূলকায়ারা নিত্য যে ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, সেই সব মানসিক সংগ্রামগুলিকে তিনি জীবন্ত করে তুলেছিলেন পর্দায়। অভিনয় এবং তাঁর সাহসিকতা বেশ প্রশংসিত হয়েছিল, যদিও বলা হয় যে এর পর থেকে তাঁর কাছে চলচ্চিত্রের প্রস্তাব আসা কমতে শুরু করে।
বাহুবলীর সাফল্যের পর অনুষ্কা শেঠি ইঞ্জি ইদুপ্পাঝাগি ছবির মাধ্যমে একটি সাহসী এবং অপ্রচলিত পদক্ষেপ নেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নিজের ওজন অনেকটাই বাড়িয়েছিলেন, একজন স্থূলকায়া মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। স্থূলকায়ারা নিত্য যে ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, সেই সব মানসিক সংগ্রামগুলিকে তিনি জীবন্ত করে তুলেছিলেন পর্দায়। অভিনয় এবং তাঁর সাহসিকতা বেশ প্রশংসিত হয়েছিল, যদিও বলা হয় যে এর পর থেকে তাঁর কাছে চলচ্চিত্রের প্রস্তাব আসা কমতে শুরু করে।
advertisement
5/6
তা সত্ত্বেও বাহুবলী ২ অনুষ্কা শেঠির কেরিয়ারের সর্বোচ্চ আয়ের ছবি হয়ে ওঠে। সম্প্রতি তিনি ঘাটি ছবিতে অভিনয় করেছেন। ৪০ বছর বয়সেও একজন প্রধান অভিনেত্রী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন তিনি। অভিনয় জীবনের আগে অনুষ্কা শেঠি বেঙ্গালুরুর ইস্টউড স্কুলে যোগ শিক্ষিকা হিসেবে কাজ করতেন, যা অনেকেরই অজানা।
তা সত্ত্বেও বাহুবলী ২ অনুষ্কা শেঠির কেরিয়ারের সর্বোচ্চ আয়ের ছবি হয়ে ওঠে। সম্প্রতি তিনি ঘাটি ছবিতে অভিনয় করেছেন। ৪০ বছর বয়সেও একজন প্রধান অভিনেত্রী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন তিনি। অভিনয় জীবনের আগে অনুষ্কা শেঠি বেঙ্গালুরুর ইস্টউড স্কুলে যোগ শিক্ষিকা হিসেবে কাজ করতেন, যা অনেকেরই অজানা।
advertisement
6/6
সম্প্রতি তাঁর শিক্ষকতার দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত তামিল এবং তেলুগু ছবিতে মনোনিবেশ করার পর অনুষ্কা শেঠি এখন মলয়ালম ছবিতে আত্মপ্রকাশ করছেন। তিনি আসন্ন মলয়ালম ছবি কথানার: দ্য ওয়াইল্ড সর্সারার-এ অভিনয় করতে চলেছেন। অনুষ্কা শেঠি জানিয়েছেন যে, ভবিষ্যতে তিনি এমন ছবি তৈরি করতে চান যা আকর্ষণীয় এবং অর্থপূর্ণ কাহিনী তুলে ধরবে।
সম্প্রতি তাঁর শিক্ষকতার দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত তামিল এবং তেলুগু ছবিতে মনোনিবেশ করার পর অনুষ্কা শেঠি এখন মলয়ালম ছবিতে আত্মপ্রকাশ করছেন। তিনি আসন্ন মলয়ালম ছবি কথানার: দ্য ওয়াইল্ড সর্সারার-এ অভিনয় করতে চলেছেন। অনুষ্কা শেঠি জানিয়েছেন যে, ভবিষ্যতে তিনি এমন ছবি তৈরি করতে চান যা আকর্ষণীয় এবং অর্থপূর্ণ কাহিনী তুলে ধরবে।
advertisement
advertisement
advertisement