Mamata Banerjee: 'একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে,' বন্দে ভারত নিয়ে সুর চড়ালেন মমতা

Last Updated:

Mamata Banerjee: বাংলার নাম বদনাম করা হচ্ছিল, অভিযোগ মমতার

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: মাত্র কয়েকদিন হয়েছে রাজ্য যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে দু বার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা হয়েছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। দ্বিতীয়বার পাথর ছোড়ার ঘটনা বাংলা নয় বিহারের বলে দাবি করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার নাম বদনাম করা হচ্ছিল। এটা বাংলাতে হয়নি বিহারে হয়েছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। তাঁরা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু তার জন্য গোটা বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাঁদেরও পাওয়ার অধিকার আছে। আজ বিজেপি নেই বলে তারা পাবে না কেন? আর বন্দে ভারত একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে। শুধু ইঞ্জিনটা ছাড়া।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, "অনেক পুরনো ট্রেন এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার সময়ে আমি বছরে ১০০ টা করে নতুন ট্রেন দিতাম। আর এই ১১ বছর একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া। বাংলার নাম বদনাম করা আপনাদের কাজ। বাংলাকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল, তা আমি নিন্দা করছি।"
advertisement
তিনি আরও বলেন, "১০০ দিনের কাজ কবে থেকে বন্ধ আছে? অথচ আমরা ২৫০০ হাজার কোটি টাকা খরচ শ্রমিক দিবস তৈরি করেছি।"
advertisement
প্রসঙ্গত, বন্দে ভারতে পাথর ছোড়াকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্কও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। বন্দে ভারতে পাথর ছোড়ার পরে রেলের তরফে নিরাপত্তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে,' বন্দে ভারত নিয়ে সুর চড়ালেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement