Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য

Last Updated:

Vande Bharat Express: গত ২ জানুয়ারি হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়।

এই সেই ফুটেজের ছবি
এই সেই ফুটেজের ছবি
#কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি এবার প্রকাশ্যে। ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পাথর ছোড়ার মুহূর্তের ছবি। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে।
গত ২ জানুয়ারি হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এমনই অভিযোগ জানিয়েছিল রেল।
advertisement
advertisement
এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফে বুধবার ভালো করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন৷ ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্বার করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়৷
advertisement
তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ রেলের তরফে জানানো হয়েছে তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement