Bengal Bjp: নাড্ডার গুঁতো, জেলার থেকে রিপোর্ট চাইল বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব

Last Updated:

Bengal Bjp: পঞ্চায়েত ভোট যখন দরজায় কড়া নাড়ছে, লোকসভা ভোটে রাজ্যে ২৪ আসনের  লক্ষ্য স্থির করে দিয়েছেন অমিত শাহ, নাড্ডারা।

বঙ্গ বিজেপিতে নাড্ডা দাওয়াই
বঙ্গ বিজেপিতে নাড্ডা দাওয়াই
#কলকাতা: জেলায় দলীয় সংগঠনের হাল জানতে চেয়ে জেলা সভাপতিকে চিঠি দিচ্ছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। সম্প্রতি, রাজ্যের ৪২ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, জেলায় সংগঠনের পরিকাঠামো যতটা গড়ে উঠেছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট অবিলম্বে  রাজ্য নেতৃত্বের কাছে পাঠাতে হবে।
পঞ্চায়েত ভোট যখন দরজায় কড়া নাড়ছে, লোকসভা ভোটে রাজ্যে ২৪ আসনের  লক্ষ্য স্থির করে দিয়েছেন অমিত শাহ, নাড্ডারা। সভা সমিতিতে ইতিমধ্যেই যখন দলের বড় নেতারা কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন লোকসভা নির্বাচনে  তারা জেলার কোন কোন আসন মোদিজির হাতে তুলে দিচ্ছেন, তখন জেলায় জেলায় দলের সংগঠনের শক্তি সম্পর্কে বাস্তবে কোন নির্ভরযোগ্য তথ্যই নেই রাজ্য নেতৃত্বের হাতে? জেলাকে পাঠানো রাজ্যের এই নির্দেশিকায় তেমনটাই মনে করছে দলের একাংশ।
advertisement
advertisement
জেলা সভাপতিকে যে' রিপোর্ট ' পাঠাতে নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব, সেখানে মোট ৫ দফা তথ্য চাওয়া হয়েছে। জেলা সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছে, জেলা কমিটি, জেলা মোর্চা, বিভাগ ও সেলের কর্মকর্তাদের নাম ও ফোন নম্নর। একই ভাবে এ জেলার অধীন সমস্ত মণ্ডল, অঞ্চল, ব্লক, শক্তিকেন্দ্র এবং বুথের তথ্য জানাতে হবে রাজ্যকে। বিশেষ ভাবে জানতে চাওয়া হয়েছে এ পর্যন্ত কত বুথ কমিটি ও তার নির্বাচিত সভাপতি করা গেছে তার হিসাব। তাৎপর্যপূর্ণভাবে, জেলার সংগঠনের বিষয়ে বিস্তারিত এই তথ্য জানতে চেয়ে রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতিকে স্মরণ করিয়ে দিয়েছে, তার পাঠানো রিপোর্টের ওপর ভিত্তি করেই জেলা সম্পর্কে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে রাজ্য।
advertisement
নির্দেশিকায় রাজ্যের সাধারণ সম্পাদক বলেছেন, " 'আপনি যতটা ডাটা ( তথ্য)  পাঠাবেন, আপনার জেলায় সাংগঠনিক পরিকাঠামো ততটাই তৈরি হয়েছে বলে ধরে নেবে রাজ্য নেতৃত্ব। আপনার পাঠানো তথ্যের ভিত্তিতেই আমরা জেলার সাংগঠনিক পরিস্থিতির মূল্যায়ন করব। যদি কোনও তথ্য না আসে, তাহলে আমরা আপনার জেলাকে সাংগঠনিক ভাবে 'দুর্বল জেলা'হিসাবে চিহ্নিত  করব এবং পরবর্তী পদক্ষেপ করব। "
advertisement
রাজ্য বিজেপির এই চিঠিকে কটাক্ষ করে তৃণমূল নেতা ও সংগঠক তাপস রায় বলেন, ' আসলে, আমরা তো এটাই জানি। ভোট এলে রাজ্য বিজেপিতে কমিটি, সংগঠন এসব কথা শোনা যায়। বাকি সময় ভোঁ ভাঁ।  আমরা ৩৬৫ দিন, ১২ মাস, টোয়েন্টি ফোর ইনটু সেভেন পার্টি। আর, ওরা হল মরশুমী, পরিযায়ী ভোট পার্টি। " যদিও, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এই রিপোর্ট চাওয়ার মধ্যে কোন অসঙ্গতি খুঁজে পাননি। শমীকের দাবি, বিজেপি একটা সংগঠন নির্ভর গণতান্ত্রিক দল। জেলা থেকে বুথের সাংগঠনিক পরিস্থিতির মূল্যায়ন রাজ্য করে না। যে কোনও তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের ওপরেই রাজ্য আস্থা রাখবে, এটাই স্বাভাবিক। তৃণমূলে কোনও গণতন্ত্র নেই। ওরা বিজেপির সংগঠনের বিষয়ে কী বলবে?
advertisement
ওয়াকিবহাল মহলের মতে, ৭ জানুয়ারি রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতায় নাড্ডার বৈঠক, শেষ মূহুর্তে কেন স্থগিত করে দেওয়া হল, রাজ্যের এই চিঠি থেকে তার ইঙ্গিত স্পষ্ট। যদিও, রাজ্য বিজেপির দাবি, জাতীয় কর্মসমিতির বৈঠকের জন্য শেষ মূহুর্তে রাজ্য সফর স্থগিত করতে হয়েছে নাড্ডাকে। সমালোচকদের মতে, ঘটনা যাই হোক না কেন, জেলা নেতৃত্বের কাছে সংগঠন সম্পর্কে রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট চেয়েছে, সেটা বিজেপির মতো সংগঠিত দলের কাছে কাম্য নয়। তাহলে কি জেলায় জেলায় সংগঠন নিয়ে নিজেরাই সন্দিহান বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব?
advertisement
সূত্রের খবর,  রাজ্য নেতৃত্বের এই চিঠি পাবার পরে, জেলা নেতৃত্বের একাংশ মনে করছেন,নাড্ডার গুঁতোয়  নিজেদের দোষ ঢাকতে রাজ্য নেতৃত্ব এবার তাদের বলির পাঁঠা করতে চাইছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: নাড্ডার গুঁতো, জেলার থেকে রিপোর্ট চাইল বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement