Tripura Tmc | Amit Shah: সফরে অমিত শাহ, বড় পরিকল্পনা তৃণমূলের! আলোচনা ৬০ আসনের প্রার্থী নিয়ে

Last Updated:

Tripura Tmc | Amit Shah: অমিত শাহের সফরের মধ্যেই, আইন শৃঙ্খলা ইস্যুতে ত্রিপুরার ময়দানে তৃণমূল কংগ্রেস। 

ত্রিপুরায় ঘর গোছাচ্ছে তৃণমূল
ত্রিপুরায় ঘর গোছাচ্ছে তৃণমূল
#আগরতলা: ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইনশৃঙ্খলার অবনতি, চরম অরাজকতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও বেকারত্বের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল এবং পুরাতন মোটর স্ট্যান্ডের নিকট এক পথসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্জন চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, "সিপিআইএমের সাথে যারা আছে তাদের সাথে তৃণমূল কোনও সমঝোতা করবে না এবং আমি তাদের সাথে কোনো রকমের রাজনৈতিক আলোচনা করতে চাই না। ৬০টি আসনের প্রার্থী নিয়ে আমাদের আলোচনা চলছে। মানুষ সিপিআইএমের রাজনীতি দেখছে, বিজেপিকে দেখেছে, কংগ্রেসকে বারবার দেখেছে সিপিআইএমের দোসর হিসেবে, ওদের কাঁধে ভোর করেই বারবার সিপিআইএম ক্ষমতায় এসেছে, রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি করেছে। সামনের দিনে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে এবং তৃণমূল সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের যতগুলি প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প ত্রিপুরায় লাঘু হবে, সম্পূর্ণ ভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে।"
advertisement
advertisement
প্রসঙ্গত আজ থেকেই ত্রিপুরা জুড়ে রথ যাত্রার মাধ্যমে জন বিশ্বাস যাত্রা শুরু করছে বিজেপি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সূচনা করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই অনুষ্ঠানের শেষ করবেন। গোটা রাজ্য জুড়ে এই রথ যাত্রা পালন করবে। বিরোধীরা অবশ্য এই রথ যাত্রাকে কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা করছে। যদিও বিরোধীদের সেই অভিযোগকে অস্বীকার করেছে শাসক শিবির।
advertisement
তাদের বক্তব্য রাজ্য জুড়ে যে সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেই বার্তাই দেওয়া হবে। এরই মধ্যে অবশ্য উদয়পুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ি জ্বালিয়ে দেওয়া। অশান্তির একাধিক ঘটনা ঘটেছে। যা নিয়ে চাপানউতোর চলছে বিজেপি-বামেদের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Tmc | Amit Shah: সফরে অমিত শাহ, বড় পরিকল্পনা তৃণমূলের! আলোচনা ৬০ আসনের প্রার্থী নিয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement