Mamata Banerjee on SSC Scam case: 'ট্র্যাপও তো হতে পারে!' টাকা উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'এত বড় একুশে জুলাইয়ের অনুষ্ঠান হল৷ একটা ঘটনা কেউ দেখাতে পারল না৷ আর ২২ জুলাই ঠিক ভোর পাঁচটায় এটা করতে হল?'
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নজরুল মঞ্চে রাজ্য সরকারের অনুষ্ঠান থেকেই এসএসসি দুর্নীতি কাণ্ডে টাকা উদ্ধার এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ প্রকৃত দোষীদের শাস্তির পক্ষে সওয়াল করেও এই ঘটনা আসলে ফাঁদ পেতে ঘটানো হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন মমতা৷ প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে ইডি একুশ কোটি টাকারও বেশি উদ্ধার করার পরের দিনই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷
মুখ্যমন্ত্রী বলেন, 'এ সবের মধ্যে কে কে ভূত আছে, কীভাবে আছে না জেনে কী করে বলব? ট্র্যাপ হয়েছে কি না দেখতে হবে৷ ট্র্যাপও তো হতে পারে৷'
একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী বার বার হলেছেন, তিনি নিজে অন্যায় করেন না৷ কেউ অন্যায় করলে সমর্থন করেন না৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও মমতা বলেন, 'কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ এমএলএ, এমপি, মিনিস্টার কাউকে রেয়াত করি না৷ কিন্তু অযথা আমার গায়ে কালি ছিঁটোলে আলকাতরা আমার হাতেও আছে৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হতে পারে, আলকাতরা হয় না৷'
advertisement
advertisement
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'এত বড় একুশে জুলাইয়ের অনুষ্ঠান হল৷ একটা ঘটনা কেউ দেখাতে পারল না৷ আর ২২ জুলাই ঠিক ভোর পাঁচটায় এটা করতে হল?'
বক্তব্যের শেষ দিকে ফের ষড়যন্ত্রের তত্ত্বের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা দুঃখিত, মর্মাহত, যে এমন ঘটনা ঘটেছে৷ ঘটনাটা আদৌ ঘটেছে কি না তা বিচারব্যবস্থা ঠিক করবে৷ বিচার ব্যবস্থার রায় আমাদের দল মেনে নেবে৷ আমরা বিত্তবান চাই না, বিবেক বান চাই৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 5:50 PM IST