Mamata: শুধু ধরনাই নয়, রেড রোডে আরেক বড় কাজ সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়! শুনলে চমকে যাবেন

Last Updated:

Mamata: ২০২১ সালে দুই জেলাতেই ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার ফল তৃণমূলের পক্ষেই যায়।

মমতার বড় পরিকল্পনা
মমতার বড় পরিকল্পনা
কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার দিনই লোকসভা ভোটের প্রস্তুতি সারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুই বর্ধমান জেলার সংগঠন নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ ধরনা মঞ্চের পাশে হবে বৈঠক। এই দুই জেলায় তিন লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালে দুই আসনে হার হয় তৃণমূলের। জেতা আসনের সাংসদ ২০২১ সালের আগে বিজেপিতে যায়।
যদিও ২০২১ সালে দুই জেলাতেই ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার ফল তৃণমূলের পক্ষেই যায়। বিজেপিতে যাওয়া সাংসদ ফেরেন তৃণমূলে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দল ছাড়েন। পদত্যাগ করেন সাংসদ পদ থেকে। উপনির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। লোকসভায় এবারও নজর এই তিন আসনে।
advertisement
advertisement
দুই বর্ধমান মিলে মোট বিধানসভা আসন ২৫। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল কংগ্রেস ২২ আসন পায়, বিজেপি পায় ৩ আসন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ থেকে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ৪৮ ঘণ্টা এই ধর্না কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, টানা ৪৮ ঘণ্টা তিনি রেড রোডের আম্বেদকরের মূর্তির ধর্নার কর্মসূচিতেই থাকবেন। এমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
সূত্রের খবর শুক্রবার অর্থাৎ আজ দুপুরের মধ্যে আম্বেদকার মূর্তির ধর্না কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রবিবার দুপুর পর্যন্ত এই ধর্না কর্মসূচিতেই থাকবেন তিনি। যদিও তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ধর্না কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত আজ ১০০ দিনের কাজে যারা বঞ্চিত তাঁরা আসবেন রেড রোডে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রস্তুতিও সেরে রাখছেন তৃণমূল নেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata: শুধু ধরনাই নয়, রেড রোডে আরেক বড় কাজ সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়! শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement