Mamata Banerjee: আজ 'বড়' কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের আগে নতুন প্ল্যান মুখ্যমন্ত্রীর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: লোকসভার আগে, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে আজ ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে লাগাতার চলবে ধরনা। মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল সন্ধে পর্যন্ত ধরনা কর্মসূচিতে থাকতে চল পরবর্তী পদক্ষেপ তিনি জানাবেন।
মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত গত মার্চ মাসে এখানেই ধর্ণা অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে গত নভেম্বর মাসেও বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়করা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বার বার কেন্দ্রের কাছে দরবার করেও রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা পায়নি রাজ্য। ১০০ দিনের টাকাও আটকে রেখেছে কেন্দ্র বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “সব রাজ্য তাদের বকেয়া টাকা পাবে, কিন্তু বাংলা পাবে না। কারণ বিজেপির কাছে বাংলা মাথা নত করেনি। বিজেপি বলছে তাদের গেরুয়া রং মাখতে হবে, তাদের লোগো-নাম লাগাতে হবে। আমি তা কখনোই করব না। মরতে রাজি আছি তবুও মাথা নত করব না।”
advertisement
এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্য সরকার উদ্যোগ নিয়ে জবকার্ড উপভোক্তাদের ৪০ দিন কাজের ব্যবস্থা করেছে। আগামীতেও করবে।মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকার ১ লাখ কোটি টাকা পায়। ১০০ দিনের কাজে বকেয়া রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ফলে কাজ করেও ন্যয্য মজুরি থেকে বঞ্চিত প্রায় ১৭ লাখ পরিবার। পাশাপাশি, আবাস যোজনায় কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ৮ হাজার ২০০ কোটি টাকা। ১১ লাখ ৩৬ হাজার পরিবার বঞ্চিত হচ্ছে পাকা বাড়ি থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 9:50 AM IST