হোম /খবর /কলকাতা /
'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা

Mamata Banerjee Attacks BJP in Assembly: 'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা

বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপি-র৷

বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপি-র৷

এ দিন বিধানসভায় শপথ নেন খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুরে জয়ী চার তৃণমূল বিধায়ক ()৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী হওয়া নতুন চার বিধায়ক৷ অথচ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিল না বিজেপি৷ যে কারণে বিজেপি-কে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks BJP in Assembly)৷ বিজেপি-কে নিশানা করে তাঁর অভিযোগ, 'এত বাজে বকে কাজের কাজ কিছু করে না৷ বিরোধীরা কখন আসে কখন যায় নিজেরাই জানে না৷'

এ দিন বিধানসভায় শপথ নেন খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুরে জয়ী চার তৃণমূল বিধায়ক (BJP Boycots Oath Taking Ceremony in West Bengal Assembly)৷ বিধানসভার রীতি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ই জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান৷ যদিও কয়েকদিন আগে রাজ্যপাল নিজেই মুখ্যমন্ত্রী সহ নতুন তিন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন৷ স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে দেওয়ার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Assembly)৷

আরও পড়ুন: আলাপনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক! ধৃত আরও দুই, তদন্তে নেমে তাজ্জব পুলিশ

মুখ্যমন্ত্রী বলেন, 'বিধানসভার পরম্পরা নিয়ে কোন রকম অসৌজন্যমূলক আচরণ কখনওই হওয়া উচিত নয়৷ স্পিকার বলিষ্ঠ মানুষ, তিনি আইন সম্পর্কে যথেষ্ট অবগত৷ স্পিকার থাকাকালীন ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়ে মনোমালিন্যের চেষ্টা ঠিক নয়৷ শুভবুদ্ধির উদয় হয়েছে এতে আমরা খুশি৷ কয়েকদিন আগে সময় ছিল না বলে আমরা শপথ নিয়ে নিয়েছিলাম৷ কিন্তু স্পিকারের কাজ স্পিকার করবে, কী হয়েছে? সব কিছু যদি আমিই করি অন্যরা কী করবে?'

আরও পড়ুন: বিনিয়োগ টানতে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মমতা, সাদরে গ্রহণ করলেন ধনখড়

যদিও বিধানসভা বয়কট করার ব্যাখ্যা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর অভিযোগ, রাজ্য জুড়ে ছট পুজো উদযাপনের প্রস্তুতি চলছে৷ তার মধ্যেই বিধানসভার অধিবেশন ডাকায় মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে৷ তাই এখন বিধানসভার অধিবেশনের বিপক্ষে ছিল বিজেপি৷ তা সত্ত্বেও অধিবেশন ডাকায় তার প্রতিবাদেই বিজেপি বিধায়করা বিধানসভায় গিয়েও অধিবেশনে হাজির থাকছেন না বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Mamata Banerjee