Mamata Banerjee congratulates Pranati Nayak| টোকিও অলিম্পিকে ১৩০ কোটির দেশের স্বপ্ন তাঁকে ঘিরে, প্রণতিকে কুর্ণিশ মমতার

Last Updated:

Mamata Banerjee congratulates Pranati Nayak-এই মুহূর্তে শুধু অলিম্পিকই নয়। প্রণতির পাখির চোখ ২০২২ কমনওয়েলথ এবং এশিয়ান গেমসও।

#কলকাতা: দেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিও অলিম্পিকে স্থান পেয়েছেন প্রণতি নায়েক (Pranati Nayak)। দেশের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে পশ্চিম মেদিনীপুর পিংলা জেলার বাসিন্দা ২৬ বছরের প্রণতি এই ছাড়পত্র পেয়েছেন। এবার তাঁর এই বেনজির সাফল্যকে কুর্নিশ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ট্যুইটারে লিখেছেন, "আমাদের ঘরের মেয়ে প্রণতি নায়েককে আমার হার্দিক শুভকামনা। প্রণতি একমাত্র জিমন্যাস্ট যিনি গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন।"
advertisement
advertisement
এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, প্রণতি মেদিনীপুরের একটি ছোট্ট অখ্যাত শহর থেকে উঠে এসেছেন। কঠোর পরিশ্রমের জেরে তিনি ইতিমধ্যেই বহু সাফল্য অর্জন করেছেন। এবারেও তিনি সফল হবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
প্রায় দু'দশক ধরে সাইয়ে মিনারা বেগমের কাছ ট্রেনিং নিয়েছেন প্রণতি। ২০১৯ সালে উলানবাটরায় আয়োজিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টে ব্রোঞ্জ পদক জয় করেন প্রণতি। ভোল্ট তাঁর প্রিয় কসরত। ইতিমধ্যেই এই কসরতের জন্য দীপা কর্মকার, অরুনা রেন্ডিদের পাশাপাশি আন্তর্জাতিক শিরোপা জোগাড় করে নিয়েছেন প্রণতি। দীপার সঙ্গে তাঁর ফারাকও রয়েছে। দীপা পছন্দ করেন প্রদুনোভা ভল্ট। কিন্তু প্রণতির পছন্দ ৩৬০ ডিগ্রি ফ্রন্ট ও ব্যাক ভল্ট।
advertisement
এই মুহূর্তে শুধু অলিম্পিকই নয়। প্রণতির পাখির চোখ ২০২২ কমনওয়েলথ এবং এশিয়ান গেমসও। শেষমুহুর্তের প্রস্তুতি চলছে তাই তিনটি ইভেন্টকে সামনে রেখেই। পরামর্শ নিচ্ছেন দীপা কর্মকারেরও। ২০১৯-এ অল্পের জন্য প্রথম ও দ্বিতীয় স্থান ফসকেছিল। প্রণতি চান এবারে ইতিহাস লিখতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee congratulates Pranati Nayak| টোকিও অলিম্পিকে ১৩০ কোটির দেশের স্বপ্ন তাঁকে ঘিরে, প্রণতিকে কুর্ণিশ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement