Mamata Banerjee: রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ শান্তিনিকেতনের ফলকে, আছে মোদি-বিদ্যুতের নাম! ‘যদি ওই ফলক না তোলে...’ হুঁশিয়ারি মমতার

Last Updated:

গত ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো-র ওই স্বীকৃতি মিলেছে। উদযাপনের অঙ্গ হিসেবে রবীন্দ্রভবন, উপাসনা গৃহ, গৌরপ্রাঙ্গণ ইত্যাদি জায়গায় শ্বেতপাথরের ফলক বসেছে বিশ্বভারতীতে। সেগুলিতে ‘ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ লেখার নীচে নাম রয়েছে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

কলকাতা: কিছুদিন আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ‘ওয়ার্ল্ড হেরিটেজে’র স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ রবীন্দ্রভবন, উপাসনা গৃহ, গৌরপ্রাঙ্গণ ইত্যাদি জায়গায় বসেছে নতুন শ্বেতপাথরের ফলকও৷ কিন্তু, সেই ফলক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক৷ অভিযোগ, সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷
এদিন এ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সমস্ত ফলক তুলে নেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূলনেত্রী৷ বলেন, ‘‘শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তুলে দিল। যদি ওই ফলক না তোলে, তাহলে কাল সকাল ১০টা থেকে আমাদের লোকেরা রবীন্দ্রনাথের ছবি নিয়ে বসবে।’’
আরও পড়ুন: ‘শাড়ি সালোয়ারের ছবি তুলছে, চিনির কৌটো উল্টে দিচ্ছে’, ইডি-র তল্লাশি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মমতা
শান্তিনিকেতনের প্রাক্তনী ইন্দিরা গান্ধির দল, কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল সোশাল মিডিয়ায় নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘আজ, ভয়, ঘৃণা, বিভেদের প্রধান হোতা, নিজেকে মহান শান্তিনিকেতনের আচার্য হিসাবে তুলে ধরতে চাইছেন! তাও ঠাকুরকে মুছে ফেলে!’’
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলের বইয়ে ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’! NCERT-কাণ্ড নিয়ে তুমুল তোপ মমতার
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও তাঁর পোস্টে লিখেছেন, ‘‘নেহরুকে মুছেও শান্তি নেই! এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলতে চাইছে এরা!’’
গত ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো-র ওই স্বীকৃতি মিলেছে। উদযাপনের অঙ্গ হিসেবে রবীন্দ্রভবন, উপাসনা গৃহ, গৌরপ্রাঙ্গণ ইত্যাদি জায়গায় শ্বেতপাথরের ফলক বসেছে বিশ্বভারতীতে। সেগুলিতে ‘ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ লেখার নীচে নাম রয়েছে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।  এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করতে চাননি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ শান্তিনিকেতনের ফলকে, আছে মোদি-বিদ্যুতের নাম! ‘যদি ওই ফলক না তোলে...’ হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement