mamata banerjee: স্কুলের বইয়ে ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’! NCERT-কাণ্ড নিয়ে তুমুল তোপ মমতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে, গৌহাটি থেকে গুয়াহাটি হয়েছে, নাম বদলে কী দোষ? ভারত থেকে ইন্ডিয়া হয়েছিল এবার ভারত হচ্ছে৷’’
কলকাতা: সমস্ত পাঠ্যপুস্তকে সার্বিকভাবে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে NCERT প্যানেল৷ গত বুধবার সামনে এসেছে এমন তথ্য৷ এবার সেই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘হঠাৎ করে সার্কুলার পাঠিয়ে বলে দিচ্ছে ইন্ডিয়া নাম কেটে দাও। কেন এত ভয়?একটা নামে ১০ টা জিনিস থাকতেই পারে। অশোক স্তম্ভ সবাই ব্যবহার করে। অসুবিধাটা কী আছে? পুজোর মধ্য ncert ইনসস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, ইন্ডিয়া বাদ দিয়ে দাও.. আমরা তাই ডিসিশন নিয়েছি ইন্ডিয়া ও থাকবে ভারত ও থাকবে।’’
advertisement
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT-র ডিরেক্টর বলেছেন, ‘‘বহু মাস আগেই NCERT-র প্যানেল এমন একটি প্রস্তাব লিখে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছে৷ আমরা এখনও কিছুই সিদ্ধান্ত নিইনি৷’’ তাঁর কথায়, বিষয়টা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে৷
advertisement
আরও পড়ুন: নাগেরবাজারে তিন তিনটে ফ্ল্যাট! জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়কের বাড়িতেও ইডির হানা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি ২০০ বছরের ইতিহাস জানেন, আমরা ৫০০০ বছরের ইতিহাস জানি৷ ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে, গৌহাটি থেকে গুয়াহাটি হয়েছে, নাম বদলে কী দোষ? ভারত থেকে ইন্ডিয়া হয়েছিল এবার ভারত হচ্ছে৷’’
advertisement
জি-২০ সম্মেলনের পরে সম্প্রতি ASEAN অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘prime minister of bharat’ বলে উল্লেখ করা হয়েছিল৷ যা নিয়ে ফের সুর চড়িয়েছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এবার পাঠ্যপুস্তকে বদল আনা নিয়ে শুরু হল নতুন শোরগোল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 26, 2023 3:34 PM IST