NCERT Books: স্কুলের বইয়ে দেশের নাম বদল! ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার ভাবনা NCERT-র

Last Updated:

NCERT-র বইয়ে ইন্ডিয়ার বদলে ভারত লেখার বিষয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। ‘ইন্ডিয়া’ নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?

নয়াদিল্লি: সমস্ত পাঠ্যপুস্তকে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ করে দেওয়ার ভাবনাচিন্তা করছে NCERT৷ সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT-র ডিরেক্টর৷ তিনি বলেন, ‘‘বহু মাস আগেই NCERT-র প্যানেল এমন একটি প্রস্তাব লিখে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছে৷ আমরা এখনও কিছুই সিদ্ধান্ত নিইনি৷’’ তাঁর কথায়, বিষয়টা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে৷
জি-২০ সম্মেলনের পরে সম্প্রতি ASEAN অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘prime minister of bharat’ বলে উল্লেখ করা হয়েছিল৷ যা নিয়ে ফের সুর চড়িয়েছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এবার পাঠ্যপুস্তকে বদল আনা নিয়ে শুরু হল নতুন শোরগোল৷
আরও পড়ুন: আরও পড়ুন: বীভৎস মুখ, ভয়ঙ্কর চেহারা! আপনার আশপাশেই থাকে এই প্রাণী, কিসের ছবি বলুন তো? হু হু করে ভাইরাল
advertisement
advertisement
NCERT-র বইয়ে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখার বিষয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। ‘ইন্ডিয়া’ নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?
advertisement
আরও পড়ুন: ১ মিনিটের লিপলক, ৪৭টা রিটেক! সেট-এ ঠায় বসেছিলেন মা ববিতা
ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক মূলত শুরু হয় জি-২০ সম্মেলনের সময় থেকে৷ গত ৯ সেপ্টেম্বর জি-২০ র নৈশভোজের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর তরফে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে তাঁকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল৷ তা নিয়েই সে সময় প্রতিবাদ উঠে এসেছিল কংগ্রেস সহ বিরোধী শিবিরের তরফ থেকে৷ সে সময় অবশ্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, ভারতীয় সংবিধানে দেশের নাম ‘ইন্ডিয়া’র পাশাপাশি ‘ভারত’ বলেও উল্লিখিত রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
NCERT Books: স্কুলের বইয়ে দেশের নাম বদল! ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার ভাবনা NCERT-র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement