Mamata Banerjee Nandigram: দু'ঘণ্টা আলো বন্ধ ছিল কেন...? ফেটে পড়লেন মমতা! বিধানসভায় এবার 'নন্দীগ্রাম'

Last Updated:

Mamata Banerjee Nandigram: পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিজেপির মুলতুবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাষণ দিতে গিয়ে ফের নন্দীগ্রাম নিয়ে স্বর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা
নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা
কলকাতা: পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিজেপির মুলতুবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাষণ দিতে গিয়ে ফের নন্দীগ্রাম নিয়ে স্বর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপির প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয় বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীকে কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট করেন বিজেপি ! মমতার ‘রামধনু’ বক্তব্যে কার্যত তোলপাড় হয় বিধানসভা।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখতে শুরু করতে না করতেই বিধানসভায় তাঁর বক্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বিক্ষোভে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সদন। এরপর কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট করেন করেন বিজেপি বিধায়করা।
advertisement
advertisement
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই রামধনু জোট নিয়ে কটাক্ষ হানেন। তিনি বলেন, ” কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের সময় কটা মিটিং ডেকেছিলেন? চিরকুটে বদল হয়েছিল আধিকারিকদের মধ্যে।” এরপরেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ঘটনা ভুলে গেছেন? আলো বন্ধ করা হয়েছিল। দু ঘন্টা আলো বন্ধ হয়ে গেল কেন?” এরপরেই শুভেন্দু অধিকারী -সহ বিজেপি বিধায়করা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। উত্তরে মমতা বলেন, “গণনা কেন্দ্র নিয়ে আমার বলার অধিকার আছে। রেজাল্ট বদলে গেল নন্দীগ্রামে।
advertisement
ত্রিপুরায় সবার গাড়ি ভেঙেছে। ভুলে গিয়েছেন?” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই কাগজ ছিড়ে প্রতিবাদ দেখতে শুরু করে বিজেপি। কালো কাপড় দেখতে শুরু করেন তাঁরা মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ভাষণ করেছেন বলে অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বিজেপি বিধায়করা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Nandigram: দু'ঘণ্টা আলো বন্ধ ছিল কেন...? ফেটে পড়লেন মমতা! বিধানসভায় এবার 'নন্দীগ্রাম'
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement