Bangla News: ২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি...? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল 'বিরাট' সত্যি
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Bangla News:: শিশুবিক্রির ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে। এই ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার পুলিশের।
নরেন্দ্রপুর: শিশুবিক্রির ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে। এই ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার পুলিশের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। অভিযুক্ত মা শুক্লা দাস।
বছর পাঁচেক আগে তার স্বামী মারা যায়। সম্প্রতি একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তার জেরেই সন্তান সম্ভবা হন। একটা সময় বাচ্চা নষ্ট করার কথা ভেবেছিলেন তিনি। সেই বিষয়টি জানতে পারেন প্রতিবেশী শান্তি মণ্ডল ও তার স্বামী তাপস মণ্ডল।
advertisement
advertisement
শান্তি দেবী আয়ার কাজ করেন। সেইসুত্রে অনেকের সঙ্গেই তার জানাশোনা। তিনিই শুক্লাদেবীর সঙ্গে পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা ঝুমা মাঝির পরিচয় করিয়ে দেন।
নিসন্তান ঝুমা মাঝি জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লা দাসের ১১ দিনের সন্তানকে কেনেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে শুক্লা দাসের প্রতিবেশী উত্তম হালদার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে শুক্লা দাস, ঘটনায় মধ্যস্থতাকারী শান্তি মণ্ডল ও তার স্বামী তাপসকে এবং সদ্যজাতকে কেনার ঘটনায় ঝুমা মাঝিকে গ্রেফতার করে। ধৃত শান্তি মণ্ডল ও তার স্বামী বাচ্চা বিক্রি চক্রের সঙ্গে জড়িত আছে বলে মনে করছে পুলিশ।
advertisement
অর্পণ মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 3:04 PM IST