Mamata Banerjee Challenges BJP: '২০২৬-এ শূন্য হয়ে যাবেন', হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির৷

বিধানসভায় সাসপেন্ড মনোজ ওরাঁও৷
বিধানসভায় সাসপেন্ড মনোজ ওরাঁও৷
কলকাতা: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করলেন স্পিকার৷ মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিজেপি বিধায়ককে৷ প্রতিবাদে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা৷
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়াল রাজ্য বিধানসভায়৷ এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী৷ আবাস প্রকল্প, একশো দিনের প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির৷ মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ তুমুল স্লোগান, চিৎকার করতে থাকেন তাঁরা৷ তখনই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার৷ মার্শাল ডেকে বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়৷ গোটা বাদল অধিবেশনেরর জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ককে৷
advertisement
অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি-র বাকি বিধায়করা৷ বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা৷ এর পরেই ফের বিবৃতি দিতে ওঠেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি হাউজে এলেই, বিরোধী দলের বিতর্ক, প্রশ্ন, করার মতো থাকে না বলে ওরা অপপ্রচার করে, স্লোগান দেয়৷ আপনি যদি আমাদের বাড়ি আসতে পারেন আমরাও তো যেতে পারি৷ ওদের হাফ মিনিস্টার আমাদের পাড়ায় এক পঞ্জাবি অফিসারকে জুতো মারেন।
advertisement
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে এলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে বিভিন্ন ফাইল খুঁটিয়ে দেখা হয়৷ বিজেপি শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, আমি চলে আসার পরে কেন্দ্র থেকে আমাকে ছাড়েননি। আমার সব ফাইল দেখেছেন, কিচ্ছু পাননি৷ আমি এক পয়সা বেতন নিইনা। আমি সার্কিট হাউজে থাকা ও খাওয়ার খরচ দিই৷ কার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন? আমি কি খাব, পড়ব, আপনারা ঠিক করে দেবেন নাকি? ২০২৬-এ বিধানসভায় আপনারা শূন্য হয়ে যাবেন আপনারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Challenges BJP: '২০২৬-এ শূন্য হয়ে যাবেন', হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement