Mamata Banerjee Challenges BJP: '২০২৬-এ শূন্য হয়ে যাবেন', হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির৷

বিধানসভায় সাসপেন্ড মনোজ ওরাঁও৷
বিধানসভায় সাসপেন্ড মনোজ ওরাঁও৷
কলকাতা: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করলেন স্পিকার৷ মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিজেপি বিধায়ককে৷ প্রতিবাদে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা৷
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়াল রাজ্য বিধানসভায়৷ এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী৷ আবাস প্রকল্প, একশো দিনের প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির৷ মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ তুমুল স্লোগান, চিৎকার করতে থাকেন তাঁরা৷ তখনই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার৷ মার্শাল ডেকে বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়৷ গোটা বাদল অধিবেশনেরর জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ককে৷
advertisement
অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি-র বাকি বিধায়করা৷ বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা৷ এর পরেই ফের বিবৃতি দিতে ওঠেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি হাউজে এলেই, বিরোধী দলের বিতর্ক, প্রশ্ন, করার মতো থাকে না বলে ওরা অপপ্রচার করে, স্লোগান দেয়৷ আপনি যদি আমাদের বাড়ি আসতে পারেন আমরাও তো যেতে পারি৷ ওদের হাফ মিনিস্টার আমাদের পাড়ায় এক পঞ্জাবি অফিসারকে জুতো মারেন।
advertisement
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে এলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে বিভিন্ন ফাইল খুঁটিয়ে দেখা হয়৷ বিজেপি শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, আমি চলে আসার পরে কেন্দ্র থেকে আমাকে ছাড়েননি। আমার সব ফাইল দেখেছেন, কিচ্ছু পাননি৷ আমি এক পয়সা বেতন নিইনা। আমি সার্কিট হাউজে থাকা ও খাওয়ার খরচ দিই৷ কার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন? আমি কি খাব, পড়ব, আপনারা ঠিক করে দেবেন নাকি? ২০২৬-এ বিধানসভায় আপনারা শূন্য হয়ে যাবেন আপনারা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Challenges BJP: '২০২৬-এ শূন্য হয়ে যাবেন', হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement