Draupadi Murmu | Kolkata: রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি, প্রণাম জানাই আপনাকে, নেতাজি ইন্ডোরে বললেন মমতা

Last Updated:

Draupadi Murmu | Kolkata: নেতাজি ইন্ডোরে পৌঁছবার পূর্বে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও নেতাজি ভবন ঘুরেছেন রাষ্ট্রপতি৷

নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মমতা
নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মমতা
কলকাতা: পশ্চিমবঙ্গ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘গোল্ডেন লেডি’ বলে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই মমতাকে রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করতে শোনা যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি। প্রণাম জানাই আপনাকে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সব পলিটিক্যাল পার্টিকে, সব সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছি।’’
নেতাজি ইন্ডোরে পৌঁছবার পূর্বে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও নেতাজি ভবন ঘুরেছেন রাষ্ট্রপতি৷ এদিন ভিজিটরস বুকে রাষ্ট্রপতি লিখেছেন, "আমি এখানে এসে খুব খুশি হয়েছি। এই জায়গা আমায় মুগ্ধ করেছে।" কিছুটা সেই সুর মনে করিয়ে দিয়েই মমতা বলেন, ‘‘ বাংলা স্বাধীনতার পূর্বে দেশের রাজধানী ছিল৷ বাংলা মনীষীদের ঘর৷’’
advertisement
advertisement
আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?
বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিয়ে মমতা এদিন বলেন, ‘‘আমরা এখানে সবাই সবাইকে ভালবাসি। আমাদের এখানে সবাই মানুষ। আমি স্যালুট করি আমাদের দেশের সেনাবাহিনীকে, পুলিশকে। আমরা অনেক উন্নতি করেছি। এখন বাংলাদেশ দল পাঠাচ্ছে। বাংলা কন্যাশ্রী সন্মান পেয়েছে। কেন্দ্র থেকে আমরা পুরস্কার পেয়েছি।’’ তার পরেই রাষ্ট্রপতিকে মমতার অনুরোধ, ‘‘আপনি সংবিধানকে রক্ষা করতে পারেন। আমি অনুরোধ করব আপনাকে, দয়া করে দেশকে বাঁচান। সংবিধান কে বাঁচান।’’
advertisement
এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তিনি বলেন, ‘‘বাংলা আমার দ্বিতীয় ঘর। বাংলা আমার স্বপ্নের জায়গা। আমার স্বপ্নের জায়গায় আমাকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Draupadi Murmu | Kolkata: রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি, প্রণাম জানাই আপনাকে, নেতাজি ইন্ডোরে বললেন মমতা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement