হোম /খবর /কলকাতা /
রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি, প্রণাম জানাই আপনাকে, নেতাজি ইন্ডোরে বললেন মমতা

Draupadi Murmu | Kolkata: রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি, প্রণাম জানাই আপনাকে, নেতাজি ইন্ডোরে বললেন মমতা

নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মমতা

নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মমতা

Draupadi Murmu | Kolkata: নেতাজি ইন্ডোরে পৌঁছবার পূর্বে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও নেতাজি ভবন ঘুরেছেন রাষ্ট্রপতি৷

  • Share this:

কলকাতা: পশ্চিমবঙ্গ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘গোল্ডেন লেডি’ বলে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই মমতাকে রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করতে শোনা যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি। প্রণাম জানাই আপনাকে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সব পলিটিক্যাল পার্টিকে, সব সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছি।’’

নেতাজি ইন্ডোরে পৌঁছবার পূর্বে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও নেতাজি ভবন ঘুরেছেন রাষ্ট্রপতি৷ এদিন ভিজিটরস বুকে রাষ্ট্রপতি লিখেছেন, "আমি এখানে এসে খুব খুশি হয়েছি। এই জায়গা আমায় মুগ্ধ করেছে।" কিছুটা সেই সুর মনে করিয়ে দিয়েই মমতা বলেন, ‘‘ বাংলা স্বাধীনতার পূর্বে দেশের রাজধানী ছিল৷ বাংলা মনীষীদের ঘর৷’’

আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের

আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?

বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিয়ে মমতা এদিন বলেন, ‘‘আমরা এখানে সবাই সবাইকে ভালবাসি। আমাদের এখানে সবাই মানুষ। আমি স্যালুট করি আমাদের দেশের সেনাবাহিনীকে, পুলিশকে। আমরা অনেক উন্নতি করেছি। এখন বাংলাদেশ দল পাঠাচ্ছে। বাংলা কন্যাশ্রী সন্মান পেয়েছে। কেন্দ্র থেকে আমরা পুরস্কার পেয়েছি।’’ তার পরেই রাষ্ট্রপতিকে মমতার অনুরোধ, ‘‘আপনি সংবিধানকে রক্ষা করতে পারেন। আমি অনুরোধ করব আপনাকে, দয়া করে দেশকে বাঁচান। সংবিধান কে বাঁচান।’’

এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তিনি বলেন, ‘‘বাংলা আমার দ্বিতীয় ঘর। বাংলা আমার স্বপ্নের জায়গা। আমার স্বপ্নের জায়গায় আমাকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।’’

Published by:Uddalak B
First published:

Tags: Draupadi Murmu, Mamata Banerjee