Hooghly News: অফিস তো নয় যেন সেলফি জোন! সরকারি পরিষেবা নিতে এসে মন গলে যাচ্ছে উপভোক্তাদের, দিলখুশ করা দৃশ্য হুগলিতে

Last Updated:
Hooghly News: সরকারি পরিষেবা উপভোগ করতে এসে এখন সরকারি অফিস সেলফি জোনে মজেছেন সকলেই। ভাবছেন সরকারি অফিস সেলফি জোন? সরকারি অফিসকে পার্ক-সহ তৈরি করা সেলফি জোন। আর যা তৈরি করে নতুন পথ দেখাচ্ছে হুগলির গোঘাটে।
1/8
সরকারি পরিষেবা উপভোগ করতে এসে এখন সরকারি অফিস সেলফি জোনে মজেছেন সকলেই। ভাবছেন সরকারি অফিস সেলফি জোন? সরকারি অফিসকে পার্ক-সহ তৈরি করা সেলফি জোন। আর যা তৈরি করে নতুন পথ দেখাচ্ছে হুগলির গোঘাটে।
সরকারি পরিষেবা উপভোগ করতে এসে এখন সরকারি অফিস সেলফি জোনে মজেছেন সকলেই। ভাবছেন সরকারি অফিস সেলফি জোন? সরকারি অফিসকে পার্ক-সহ তৈরি করা সেলফি জোন। আর যা তৈরি করে নতুন পথ দেখাচ্ছে হুগলির গোঘাটে।
advertisement
2/8
গোঘাট রামকৃষ্ণদেবের ভূমি। আর সেই শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকে সামনে রেখেই এবার নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গোঘাট এক বিডিও অফিস। একদিকে মহাপুরুষদের মূর্তি, অন্যদিকে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য চিল্ড্রেন পার্ক। যা এলাকার শিশুদের খুবই পছন্দের জায়গা হয়ে উঠেছে।
গোঘাট রামকৃষ্ণদেবের ভূমি। আর সেই শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকে সামনে রেখেই এবার নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গোঘাট এক বিডিও অফিস। একদিকে মহাপুরুষদের মূর্তি, অন্যদিকে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য চিল্ড্রেন পার্ক। যা এলাকার শিশুদের খুবই পছন্দের জায়গা হয়ে উঠেছে।
advertisement
3/8
গ্রামের মানুষকে বিডিও অফিসে ছুটতে হয়। অনেক সময় তাঁদেরকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে অপেক্ষা করতে হয়। তাঁদের বিশ্রাম নেওয়ার জন্য অধিকাংশ বিডিও অফিসেই পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে খোলা আকাশের নীচে তাঁদেরকে বসে থাকতে হয়। তাতে অনেক সময় মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। তা নিয়ে বিডিও অফিসে হই–হট্টগোল লেগেই থাকে।
গ্রামের মানুষকে বিডিও অফিসে ছুটতে হয়। অনেক সময় তাঁদেরকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে অপেক্ষা করতে হয়। তাঁদের বিশ্রাম নেওয়ার জন্য অধিকাংশ বিডিও অফিসেই পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে খোলা আকাশের নীচে তাঁদেরকে বসে থাকতে হয়। তাতে অনেক সময় মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। তা নিয়ে বিডিও অফিসে হই–হট্টগোল লেগেই থাকে।
advertisement
4/8
গোঘাট এক বিডিও অফিসে প্রবেশ করলে এক মুহূর্তের জন্য যে কেউ ভুলে যেতে পারেন সেটি একটি প্রশাসনিক ভবন। গাছ গাছালি, পাখির কলতান, ফুলের সুবাস, সঙ্গে ঋষি মনীষীদের মূর্তি এখানেই কত কী আছে। এখানেই শেষ নয়। বাচ্চাদের জন্য তৈরি পার্কে খেলার জন্য রয়েছে ঢেঁকি, দোলনা, স্লিপ আরও কত কী! নাম দেওয়া হয়েছে মুক্তাঙ্গন। নামকরণের সার্থকতাও রয়েছে যথেষ্ঠ।
গোঘাট এক বিডিও অফিসে প্রবেশ করলে এক মুহূর্তের জন্য যে কেউ ভুলে যেতে পারেন সেটি একটি প্রশাসনিক ভবন। গাছ গাছালি, পাখির কলতান, ফুলের সুবাস, সঙ্গে ঋষি মনীষীদের মূর্তি এখানেই কত কী আছে। এখানেই শেষ নয়। বাচ্চাদের জন্য তৈরি পার্কে খেলার জন্য রয়েছে ঢেঁকি, দোলনা, স্লিপ আরও কত কী! নাম দেওয়া হয়েছে মুক্তাঙ্গন। নামকরণের সার্থকতাও রয়েছে যথেষ্ঠ।
advertisement
5/8
সাধারণ মানুষের কথা মাথায় রেখে হুগলির গোঘাট এক নম্বর ব্লক অফিস চত্বরকে এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, যাতে মনোরম পরিবেশে সময় কাটাতে পারেন মানুষজন। এক সময় যেখানে মানুষজনকে বেজার মুখ করে বসে থাকতে দেখা যেত, সেখানেই এখন হাসিমুখে লোকজন সেলফি তোলেন।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে হুগলির গোঘাট এক নম্বর ব্লক অফিস চত্বরকে এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, যাতে মনোরম পরিবেশে সময় কাটাতে পারেন মানুষজন। এক সময় যেখানে মানুষজনকে বেজার মুখ করে বসে থাকতে দেখা যেত, সেখানেই এখন হাসিমুখে লোকজন সেলফি তোলেন।
advertisement
6/8
গাছগাছালি দিয়ে ঘেরা গোঘাট এক নম্বর ব্লক অফিসে প্রবেশের মুখে তৈরি করা হয়েছে সুদৃশ্য গেট। তার মধ্যে রয়েছে শৈল্পিক ছোঁয়া। ভিতরে ঢুকলেই চোখে পড়বে সুন্দর পার্ক। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। রয়েছে দোলনা। বাচ্চাদের রাইডের জন্য রয়েছে একাধিক সরঞ্জাম। গোটা ব্লক অফিস জুড়ে রয়েছে বিভিন্ন মনীষীর মূর্তি।
গাছগাছালি দিয়ে ঘেরা গোঘাট এক নম্বর ব্লক অফিসে প্রবেশের মুখে তৈরি করা হয়েছে সুদৃশ্য গেট। তার মধ্যে রয়েছে শৈল্পিক ছোঁয়া। ভিতরে ঢুকলেই চোখে পড়বে সুন্দর পার্ক। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। রয়েছে দোলনা। বাচ্চাদের রাইডের জন্য রয়েছে একাধিক সরঞ্জাম। গোটা ব্লক অফিস জুড়ে রয়েছে বিভিন্ন মনীষীর মূর্তি।
advertisement
7/8
শীতের মুখে নানা রকমের ফুল ও গাছগাছালিতে ভরে রয়েছে অফিস চত্বর। তার টানেও অনেকে ব্লক অফিসে ভিড় করছেন। ১২.৫০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে গোঘাট এক বিডিও অফিস চত্বর। এই সুন্দর করে সাজানো ব্লক অফিস চত্বরটি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণের হয়ে দাঁড়িয়েছে।
শীতের মুখে নানা রকমের ফুল ও গাছগাছালিতে ভরে রয়েছে অফিস চত্বর। তার টানেও অনেকে ব্লক অফিসে ভিড় করছেন। ১২.৫০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে গোঘাট এক বিডিও অফিস চত্বর। এই সুন্দর করে সাজানো ব্লক অফিস চত্বরটি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণের হয়ে দাঁড়িয়েছে।
advertisement
8/8
পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, ‘আমরা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পটি করেছি। এতে সাধারণ মানুষ ভীষণ খুশি। অফিসে এসে কাজ করতে এসে গল্প করছেন ছবি তুলছেন। কাজ মিটে যাওয়ার পরেও অনেকে এখানে বসে বিশ্রাম নেন। গল্পগুজব করেন।'
পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, ‘আমরা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পটি করেছি। এতে সাধারণ মানুষ ভীষণ খুশি। অফিসে এসে কাজ করতে এসে গল্প করছেন ছবি তুলছেন। কাজ মিটে যাওয়ার পরেও অনেকে এখানে বসে বিশ্রাম নেন। গল্পগুজব করেন।'
advertisement
advertisement
advertisement