Offbeat News|| এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?

Last Updated:

House rent is available in Siliguri for just 20 rupees: ২০ টাকায় ঘর ভাড়া। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র কুড়ি টাকাতে রাত্রিযাপন করতে পারবেন আপনি। কাঠের সিঁড়ি দিয়ে উঠে দোতলা বাড়িতে ঢালাও বিছানা, লাইট, ফ্যান, মোবাইল চার্জার পয়েন্ট সবই আছে, সবটার খরচ একদিনে মাত্র ২০ টাকা।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

শিলিগুড়ি: ঘর ভাড়া মাত্র ২০ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র ২০ টাকাতে রাত্রিযাপন করতে পারবেন আপনি। টাকা উপার্জন করতে শিলিগুড়ি শহরে আসেন বহু লোক। বাইরে থেকে এসে নতুন জায়গায় এসে বাড়ির খোঁজ করেন সকলে। ঘর ভাড়া খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হয় সকলকে। তাই মাথা গোঁজার ঠাই খোঁজেন সকলে। চিন্তা নেই শিলিগুড়ি শহরেই বাড়ি ভাড়া পাওয়া যায় তাও আবার মাত্র ২০ টাকা প্রতিদিন হিসেবে।
শিলিগুড়ি শহরের বাগরাকোট এলাকায় ১ নং মাতঙ্গিনী হাজরা কলোনিতে মাত্র ২০ টাকা প্রতিদিন হিসেবে থাকেন বহু কর্মজীবী লোকজন। শিলিগুড়ি বাসিন্দা মহেন্দ্র সরকার প্রায় ৪০ বছর আগে কুলির কাজ করতেন তারপর রিকশাও চালিয়েছেন। কাজ করতে করতেই তার মাথায় বুদ্ধি আসে তাঁর মতো বহু লোক, যারা রিকশা চালায় বা কুলি তাঁরা বাইরে থেকে এসে স্টেশনেই রাত্রিযাপন করেন। তারপরই তিনি তাঁর বাড়িকে টিন দিয়ে ঘিরে দোতলা কাঠের ঘরকে নৈশযাপনের স্থান হিসেবে রূপান্তরিত করেন।
advertisement
আরও পড়ুনঃ সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, কেমন সাজবেন সুজাতা? মেনুতেও বিরাট চমক!
কাঠের সিঁড়ি দিয়ে উঠে দোতলা বাড়িতে ঢালাও বিছানা, লাইট, ফ্যান সবই আছে, আছে মোবাইল চার্জার পয়েন্ট। সবটার খরচ একদিনে মাত্র ২০ টাকা। মহেন্দ্র জানিয়েছেন, মাত্র ২০ টাকার বিনিময়ে থাকার জায়গা, বাথরুম, মোবাইল চার্জার পয়েন্ট থেকে শুরু করে, স্নান করার জায়গা সবটাই রয়েছে তাঁর হোটেলে। এমনকি খাওয়ার জন্য হোটেলও রয়েছে। অত্যন্ত সস্তায় সেই হোটেলে খাবারও পাওয়া যায়।
advertisement
advertisement
মহেন্দ্র আরও বলেন, "শিলিগুড়ি শহরে কাজ করতে আসা বহু রিকশা চালক, টোটো চালক, মজদুর এখানে থাকেন। প্রতিদিন তেমন ভিড় না হলেও পুজোর সময় বা কোনও অনুষ্ঠানের সময় ভিড়ে ঠাসা থাকে তার ওই জায়গা।"
মহেন্দ্রর ছেলে নারায়ণ সরকার বলেন, "প্রত্যেকেই রাত্রিযাপন করে সকালে উঠে স্নান করে, খেয়ে কাজে বেরিয়ে যান। কাজ শেষে আবার ফিরে আসেন। মোট ১৫ জনের মতো থাকার জায়গা রয়েছে তাঁর আবাসে।" তিনি আরও জানান, তাঁদের দেখাদেখি এখন আশপাশের আরও কিছু বাড়িতে এমন রাত্রিযাপনের জায়গার ব্যবস্থা শুরু করেছেন। মাতঙ্গিনী হাজরা কলোনিতে এখন বহু লোক ২০ টাকায় বাড়ি ভাড়া করে থাকেন।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat News|| এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement