'পুলিশ কাল গুলি চালাতেই পারত!', বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: মঙ্গলবারের অভিযানে আহত হয়েছেন বেশ কয়েজজন পুলিশ অফিসার ও কর্মীরা।
#কলকাতা: বিজেপি-র নবান্ন অভিযানকে 'সুপার ফ্লপ' বলে তীব্র কটাক্ষ করছে তৃণমূল। এবার মঙ্গলবারের অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তমলুকে প্রশাসনিক বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ''গতকাল ব্যাগে করে বোমা আনা হয়েছিল। আন্দোলনের নামে সমাজবিরোধী কাজ করা হয়েছে। সরকারি কাজে বাধা বরদাস্ত করব না। রাজনীতিতে সমাজবিরোধী কাজ শোভা পায় না।''
মঙ্গলবারের অভিযানে আহত হয়েছেন বেশ কয়েজজন পুলিশ অফিসার ও কর্মীরা। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ''গতকাল দেবজিতের হাত ভেঙেছে। জগাছার ওসি-র চোখে লেগেছে। আমি কথা বললাম। মঙ্গলাহাটের বাজারে চূড়ান্ত গুন্ডামি হয়েছে। সব নষ্ট করেছে। বাইরের রাজ্যের লোকেদের নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। কাল পুলিশ গুলি চালাতেই পারত। ওরা গুন্ডামি করতে এসেছিল। আন্দোলন করার অধিকার সবার। কিন্তু সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না। কাল অনেক পুলিশ আহত হয়েছে। আন্দোলন করার নাম করে বোমা নিয়ে আসবে? যারা যারা কাল গাড়িতে আগুন ধরিয়েছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।''
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে পূর্ব মেদিনীপুরের তমলুক৷ জামাকাপড় ছিঁড়ে গিয়েছে৷ জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান৷ আর তার পিছন পিছন ছুটছেন মারমুখী বিজেপি কর্মীরা৷ শেষ পর্যন্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ৷ সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, '' কালকে যাকে মেরেছিল তার বাড়িতে গেছিল কেউ? তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দিন। আমি দেখে নেব।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 4:22 PM IST